পোশাকশিল্প খারাপ ও কঠিন সময় পার করছে: বিজিএমইএ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ ডিসেম্বর,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৭:১৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশের পোশাক শিল্প খারাপ কঠিন সময় পার করছে। এ শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য সব অংশীজনদের উচিত হবে শিল্পটিকে নিজ নিজ অবস্থান থেকে নিবিড় সহযোগিতা প্রদান ও সমন্বিত প্রচেষ্টা গ্রহণ।
বুধবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, বৈশ্বিক অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং এর ধারাবাহিকতায় বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জগুলো তুলে ধরে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা এবং শিল্পের একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করার জন্য যৌথ প্রচেষ্টা এবং দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া অপরিহার্য।
মতবিনিময় সভায় বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচি, সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী এবং পরিচালকরা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজ্জাজ, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার এসোসিয়েশনের সহসভাপতি খায়রুল আলম সুজন, চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ারডিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কন্টেইনার শিপিং এসোসিয়েশনের চট্টগ্রামের প্রতিনিধি এনামুল হক, বার্থ অপারেটর ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, চিটাগং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহসভাপতি লুৎমিলা ফরিদসহ অনেকে উপস্থিত ছিলেন।