আমার এলাকার নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৫১ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও এলাকার মানুষের কষ্ট নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমার নির্বাচনী এলাকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে। চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে।
বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যমান বাজার পরিস্থিতিতে শহরের দিনমজুর ও নিম্ন আয়ের লোকদের খুব কষ্ট হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে এমনটা হয়েছে। তবে তার নিজ নর্বাচনী এলাকা রংপুরসহ অন্যান্য মফস্বল এলাকার মানুষ খুব বেশি কষ্টে নেই বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, আমার এলাকার মানুষের কষ্ট নেই। কারণ, তারা আলুর দাম পাচ্ছে। আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। তাদের কোনো কষ্ট নেই। সেখানকার নারীরা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছে, চারবার করে স্যান্ডেল বদলাচ্ছে। আমি খুব ভালো জানি। কিন্তু সারাদেশের অবস্থাটা ভিন্ন।
টিপু মুনশি বলেন, শহরের যারা দিনমজুর, নিম্নশ্রেণীর তাদের খুব কষ্ট হচ্ছে। তবে বৈশ্বিক কারণে এ অবস্থার সৃষ্টি হওয়ায় সার্বিকভাবে নির্বাচনে তেমন প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি।