avertisements

দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকোজ্জ্বল রাজশাহী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৮:২৭ এএম, ১৯ এপ্রিল,সোমবার,২০২১

Text

নগরবাসীর দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে রাজশাহী নগরীর বহরমপুর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত চারলেন সড়কে প্রজাপতির মতো ডানা মেলে থাকা সড়কবাতিগুলো লাগানো হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নান্দনিক সড়কবাতিগুলোর উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর মাধ্যমে আলোকোজ্জ্বল হয় ৪.২ কিলোমিটার সড়ক ও আশপাশের এলাকা। রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কটিতে ১৭৪টি খুঁটি বসানো হয়েছে।

প্রতিটি খুঁটিতে বসানো হয়েছে দুটি করে বাতি। মোট ১৭৪টি খুঁটিতে বসানো হয়েছে ৩৪৮টি আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি। রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ ফুট থেকে ৮০ ফুটে উন্নীত করা হয়েছে। সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়েছে। সড়কটিতে বাইসাইকেল লেন নির্মাণ করা হয়েছে। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আইল্যান্ড। সবুজায়নের জন্য আইল্যান্ডে ইতোমধ্যে বৃক্ষরোপণ করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements