দ্বিচারণ
                                    
                                    
                                        
                                            অজল জালাল
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১০:৫৪ পিএম,  ৮ অক্টোবর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট:  ০৩:৪৯ এএম,  ১ নভেম্বর,শনিবার,২০২৫
                                
 
                        
                    
আশ্চর্য মনে হয় নিজেকে
দ্বৈত স্বত্বায় টিকে থাকার
যত সব ফন্দি ফিকির।
ভাল মানুষ সঙ্গে ভাল মানুষী
দ্বিচারণ সবখানে এক নিশ্বাসে
স্বচ্ছ্বতায় চক্ চক্ করে।
অফিসের কর্তা-ব্যবসায়ীজন
দ্বিচারণ সবখানে এক নিঃশ্বাসে
তসলিমার দ্বিখন্ডিত ‘ক’ এর আদলে।
বড়বাবু মেজবাবু দু-টাকার কেরানীও
ফিট্ফাট্ স্মার্ট সার্থক প্রেমিক
সহকর্মীর সাহচর্যে প্রাণোচ্ছল পুরুষ।
ঢের রাতে বাড়ী ফেরা কর্তা
ব্যস্ততার অজুহাত নাকেমুখে
অথচ কাচ্চু হাইড্রোর আসরে।
আরো আছে রন্ধ্রে রন্ধ্রে
দ্বৈততায় ভরপুর প্রতি পদক্ষেপে
সততা স্বচ্ছ্বতা! কচু পাতার ফোঁটাজল।


 
                                     
                                     
                                     
                                     
                                    


