বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৫ লাখ ৪৮ হাজার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪০ পিএম, ৩ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৫৫ পিএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৪৭ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৪৮ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪৬০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪৮ হাজার ৫৭৩ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬২৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ১৭ হাজার ৫৫৮ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৪৭৬ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৯২৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৩৬১ জনের।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা

কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের

হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাধ্যতামূলক ছুটিতে

“আমরা আইসিসিকে কোনো স্বীকৃতি দেই না” — গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ
