দেশে প্রথম এইচএমপিভি শনাক্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ০৮:১৫ পিএম, ১৪ জানুয়ারী,
বুধবার,২০২৬
প্রতীকী ছবি।
চলতি বছর প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্ত ওই ব্যক্তি কিশোরগঞ্জের বাসিন্দা, তবে থাকেন নরসিংদীতে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ জানান, ৯ জানুয়ারি তার শরীরে এইচএমপিভি শনাক্ত হয়। তিনি এখন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তবে অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি এইচএমপিভির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত। তার পরিস্থিতি কিছুটা জটিল।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, গত বছর এইচএমপিভি আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিলেন। ভাইরাসটি দেশে ২০১৭ সালে প্রথম শনাক্ত হয়। সেই থেকে ভাইরাসটি দেশে ছিল এবং আছে।
এইচএমপিভি আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি হয়, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্য জ্বরের মতো। তবে শিশু, বয়স্ক এবং বয়স্ক যেসব ব্যক্তি ক্যানসার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে। এই ঝুঁকি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
২৯৫ ওষুধ অত্যাবশ্যকীয় তালিকায় মূল্য নির্ধারণ করবে সরকার
বিএমইউর গবেষণা: অনকে অ্যান্টিবায়োটিক অকার্যকর চিকিৎসায় নতুন সংকট
মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের গেজেট জারি
অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাবারে বাড়াচ্ছে কোলন ক্যানসারের ঝুঁকি





