ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, চলবে আন্দোলন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২৫ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নোটিস প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সোমবার দুপুর ১টায় গোলচত্বরের আন্দোলন থেকে তারা এই ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, যেই ভিসি শিক্ষার্থীদের উপর হামলা করে সেই ভিসি আমরা চাই না। এই ভিসিকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি যাতে নতুন শিক্ষার্থী বান্ধব ভিসি তিনি নিয়োগ দেন। এদিকে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ও হামলার বিচারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা ভিসি বিরোধী বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
তারা স্লোগানে বলছেন- ‘দাবি মোদের একটাই, ভিসির পদত্যাগ চাই', 'যেই ভিসি বুলেট মারে, সেই ভিসি চাই না', 'যে ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না', 'এক দফা এক দাবি, ভিসি তুই এখন যাবি', 'ক্যাম্পাসে রক্ত কেন? প্রশাসন জবাব চাই', 'আমার ভাই এর রক্ত, বৃথা যেতে দেবো না', 'দাবী মোদের একটাই ভিসির পদত্যাগ চাই', 'ক্যাম্পাসে রক্ত কেন? প্রশাসন জবাব চাই'।