avertisements 2

প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়, নারী প্রতারক চক্রের মূলহোতা আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:২৮ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

সিরাজগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রত্না খাতুন নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) রাতে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রসড়াতলা গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার সন্ধ্যায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
তিনি বলেন, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের রসড়াতলা গুচ্ছগ্রাম থেকে নারী প্রতারক চক্রের মূলহোতা রত্না খাতুন আটক করা হয়েছে। সে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছিল এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে বলে জানা গেছে। রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2