avertisements 2

সেতু আছে সড়ক নাই, ৩৩ বছরের দুর্ভোগ ১২ গ্রামের মানুষের!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪৮ এএম, ১ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

সংযোগ সড়ক না থা’কায় ৩৩ বছর ধরে এ’কা দাঁড়িয়ে আছে ঠাকু’রগাঁওয়ের পীর’গঞ্জ উপজেলার আ’মসারা খা’লের ওপর একটি সেতু। ১৯৮৭-৮৮ সালে’র ব’ন্যায় সে’তুটির দুই পা’ড়ের সংযোগ সড়’কই ভে’ঙে যা’য়।

এরপ’র থেকে সড়ক’বিচ্ছিন্ন সেতু’টি একা দাঁড়িয়ে আছে। বর্ষা ও শুক’নো মৌ’সুমে ১২টি গ্রামের মানুষ চরম ভো’গান্তি নি’য়েই ৩৩ বছর ধ’রে এই স্থান দি’য়ে চলাচল করছেন।

স্থানীয় খাড়িপা’ড়া গ্রামের কৃষক আ’ব্দুল খা’লেক জানান, এই স্থান দিয়ে চ’লাচল করতে বর্ষায় নৌ’কা অথবা বুক কো’মর পানি পাড়ি দি’তে হয়। আর শুকনো মৌ’সুমেও খাল পা’ড়ি দি’তে নৌকা লাগে।

অথবা পাশে’ই কোনো বাঁশের সাঁ’কো দিয়ে খাল পার হতে’ হয়। সড়ক মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে যো’গাযোগ করে’ছেন। কিন্তু পাওয়া গেছে শুধুই আশ্বাস।

সে’তুর দুই পাশে’র সংযোগ স’ড়ক ভেঙে যাওয়ায় খালের পূর্ব পাড়ের গ্রামে’র সঙ্গে পশ্চিম পা’ড়ের যোগা’যোগ বি’চ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন পার হলেও সড়’ক আর মেরা’মত করা হয়নি।

খালে’র মাঝখানে দীর্ঘ ৩৩ বছর ধরে একা দাঁড়ি’য়ে সেতু’টি। এতে ১২টি গ্রা’মের কয়েক হাজা’র মানুষ চরম ভোগা’ন্তিতে পড়লেও নজর নেই কারো।

এলাকা’বাসীরা জানান, ১৯৮৭-৮৮ সা’লের বন্যায় সেতুর দুই পাশের সড়’কের মাটি খালে বিলীন হয়ে গেছে। তারপরে সড়’ক আর মেরামত করা হয়নি।

ফলে বছ’রের পর বছ’র ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১২ গ্রামে’র কয়েক হা’জার মানুষ। সে’তুটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামে’র সাথে জাব’রহাট ইউ’নিয়ন পরিষদের পশ্চিম দিক এবং বোচা’গঞ্জ উপজে’লার সঙ্গে যা’তায়াতে মানুষ ভোগান্তিতে পড়ে।

ওই এলাকার ফাইদুল ইস’লাম, আবু তারে’ক বাঁধন, বাদল হোসে’নসহ অনে’কেই জা’নান, সড়ক না থাকা’য় ছেলে মেয়ে’দের বর্ষাকা’লে অনেক পথ ঘু’রে স্কুলে যেতে হয়।

সেতুটি মেরাম’তের জন্য বিভিন্ন দফ’তরে যোগা’যোগ করেও কাজ হয়নি। জনপ্রতিনি’ধিরা ভোটের সময় সংস্কা’রের আশ্বাস দিলেও পরে খোঁজ নেন না।

এ ‘বিষয়ে যোগাযো’গ করা হলে পীরগঞ্জ উপজে’লা প্রকৌ’শলী ইসমাইল হোসে’ন বলেন, আ’গের যে প্রকৌ’শলী ছি’লেন শুনেছি তিনি সেতু’টির অবস্থা দেখে এসেছেন। আমি পরিদর্শন করে বিষ’য়টি ঊর্ধ্ব’তন কর্তৃপ’ক্ষকে জা’নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

পীরগঞ্জ উপ’জেলা পরিষদ চেয়া’রম্যান জিয়াউল ইসলাম জি’য়া বলেন দেরিতে হলেও সড়ক’টি মেরা’মত করা হবে। বিষয়টি আমি ঠাকুরগাঁও-৩ আসনের স্থা’নীয় এমপিকে অ’বহিত করে দ্রুত কাজ শু’রু করার আবেদন জা’নাবো।

ঠাকুরগাঁও এলজি’ইডির নি’র্বাহী প্র’কৌশলী কা’ন্তেশ্বর বর্মণ মুঠো’ফোনে জানান, প’রিত্যক্ত ব্রিজটি পরি’দর্শন করা হয়েছে। ব্রিজটির পরে সে নদী’তে আ’রও একটি বড় ব্রিজ নির্মাণ করতে হ’বে। সেটা করা না হলে এই ব্রিজটি মানু’ষের কোন উপ’কারে আসবে না। ব্রিজটির অনে’কাংশ নষ্ট হয়ে গেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2