avertisements 2

জামিনে মুক্ত হয়ে জেলগেটে গণধোলাইয়ের শিকার সাবেক এমপি ফের কারাগারে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ এপ্রিল, বুধবার,২০২৫ | আপডেট: ১১:১৫ পিএম, ১২ এপ্রিল,শনিবার,২০২৫

Text

হত্যা মামলায় জামিনে মুক্ত হয়ে জেলগেটে ছাত্র-জনতার হাতে গণধোলাইয়ের শিকার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় আবার কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার দুপুরে তাড়াশ থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুল আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, গত বছরের ৪ আগস্ট তাড়াশে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি আব্দুল আজিজকে আজ পুনরায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আাদালত তাকে কারাগারে পাঠান।


জানা গেছে, গত ৩ ফেব্রয়ারি রাতে র‌্যাব-২-এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-১২-এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

৩ মাস কারাভোগের পর গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে তুলে নিয়ে গণধোলাই দিয়ে সিরাজগঞ্জ থানায় সোপর্দ ককে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2