avertisements 2

পরীক্ষা দিয়ে বের হওয়ার পর বগুড়া মহিলা দল সম্পাদক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:৪১ পিএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

Text

পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুর ৩টার দিকে শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী। তার বাড়ি বগুড়া সদরের গোকুল ইউনিয়নে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার নাজমা বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকে অগ্নিসংযোগ আর বিস্ফোরণের মামলার আসামি। গত ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা হয়েছে। তিনি ওই দুই মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ সুপার আরও বলেন, ‘নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানির জন্য মিথ্যা মামলা দিয়ে নাজমাকে গ্রেপ্তার করা হয়েছে৷ পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার কাউকে গ্রেপ্তার করা প্রহসনের সামিল।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2