কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ নভেম্বর,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:৩৯ পিএম, ১৮ এপ্রিল,শুক্রবার,২০২৫

প্রতীকী ছবি
মৌলভীবাজার কারাগারে থাকা এক আসামির সঙ্গে বাদীর বিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে উভয় পক্ষের একজন করে অভিভাবক উপস্থিতি ছিলেন। তাদের সম্মতিতে পাঁচ লাখ এক টাকা দেনমোহর ধার্য করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।
কারাগারের সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার জানান, হাইকোর্টের আদেশে এক হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ওই হাজতির নাম রায়হান হোসেন (২৬)। তিনি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সতিঝিরগাঁওর ছমির আলীর ছেলে। মামলার বাদীর বাড়িও একই জেলার কুলাউড়া উপজেলার উচলাপাড়া গ্রামে।
সিনিয়র জেল সুপার মুজিবুর রহমান মজুমদার বলেন, গত বছরের ২৬ মে কুলাউড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। পরে ওই মামলায় রায়হানকে গ্রেপ্তার করে এই কারাগারে রাখা হয়েছে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে মামলার বাদীর সঙ্গে আজ বিয়ে হয়।
তিনি আরও জানান, পরিচয়ের সূত্র ধরে আসামি ও বাদীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজনরে মধ্যে বিবাদ হয়। এ ঘটনার পর রায়হানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন বাদী।