avertisements 2

৩৫ বছর চাকরির বয়স প্রত্যাশীদের মধ্যে ১ তরুণীর ‘বিষপান’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:১৩ পিএম, ৬ মে,সোমবার,২০২৪

Text

হাসপাতালে ভর্তি বিষপান করা তরুণী- সংগৃহীত 

চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে নীলক্ষেতে অনশনরতদের মধ্যে উম্মে উর্মি সিদ্দিকা (৩১) নামে এক তরুণী ‘বিষপান’ করেছেন বলে জানা গেছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনায় তিনি এখন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

উম্মে উর্মি সিদ্দিকা চাকরির বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক।

শিমুল নামের একজন আন্দোলকারী সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে কোনো চিকিৎসকের মন্তব্য পাওয়া যায়নি।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ছয় ঘণ্টা ধরে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন একদল চাকরি প্রার্থী। পরে সোমবার আলোচনায় বসে দাবি পূরণের বিষয়টি সমাধান করা হবে- এমন আশ্বাসে শুক্রবার রাত ১১টার দিকে তারা অবরোধ তুলে নেন। এর আগে তারা ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’-এর ব্যানারে বিকাল পৌনে ৫টার দিকে এ কর্মসূচি শুরু করেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2