কোথাও পড়ে আছে মাথার খুলি কোথাও কাটা আঙুল, বাড়ছে দুর্গন্ধ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ অক্টোবর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:১৪ পিএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে আহত ও নিহতদের উদ্ধার কাজ সম্পূর্ণ হলেও এখনো অনেকের শরীরের বিভিন্ন অঙ্গের অংশ রেললাইনে পড়ে থাকতে দেখা গেছে। যা দেখতে ঘটনাস্থলে ভীড় করেছেন হাজারো মানুষ।
কোথাও হাড়, কোথাও মাথার খুলির অংশ, আবার কোথাও পড়ে থাকতে দেখা গেছে মানুষের আঙুলের কাটা অংশ। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে দুর্ঘটনা ঘটার সময় থেকে এখন পর্যন্ত রেললাইনের পাশে শরীরে নানা কাটা ও ছিঁড়ে যাওয়া অংশ পড়ে থাকায় চারপাশে ভয়াবহ দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
ঘটনাস্থল দেখতে আসা মাসুম নামে একজন ব্যক্তি বলেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মাংস পঁচা দুর্গন্ধে ঘটনাস্থলে টেকা যাচ্ছে না। প্রসাশন থেকে দ্রুত এটার ব্যবস্থা নেওয়া দরকার।