avertisements 2

পান খেলেই মাথা দিয়ে ধোঁয়া উঠছে রাব্বানীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:৩৮ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

কাঁচা সুপারি দিয়ে খিলি পান খেলেই ধোঁয়া উঠছে মাথা দিয়ে। বিচিত্র এ ঘটনার জন্ম দিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার গোলাম রাব্বানি নামে একজন। বিরল এ ঘটনা অবাক করেছে স্থানীয়দের। অবাক বিস্ময়ে রাব্বানীর মাথা দিয়ে ধোঁয়া ওঠা দেখছে উৎসুক জনতা। বিরল এই ঘটনাকে গিনজে বুক অব ওয়াল্র্ড রেকর্ডে দেখতে চান স্থানীয়রা। 

শীতকালে মুখ দিয়ে বাস্পাকারে ধোঁয়া বের হওয়া স্বাভাবিক ঘটনা হলেও মাথা দিয়ে ধোয়া বের হওয়ায় অবাক তারা। কাঁচা সুপারি দিয়ে খিলি পান খেলেই মাথা দিয়ে ধোঁয়া বের হয় রাব্বানীর। নাটোরের বাগাতিপাড়ার গরু ব্যবসায়ী গোলাম রব্বানি আট বছর বয়স থেকে পান খাওয়া শুরু করেন। সম্প্রতি কাঁচা সুপারি দিয়ে পান খেলে তিনি লক্ষ্য করেন শরীর ঘেমে যায়। পরে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়া ওঠা শুরু হয়। প্রথম দিকে বিষয়টি নিয়ে ভাবনায় পড়লেও  এতে কোন সমস্যা বোধ করেন না বলে জানান গোলাম রব্বানী ও তার স্ত্রী।

তবে, বিষয়টির মধ্যে অস্বাভাবিক কিছু দেখছেন না স্থানীয় চিকিৎসকরা। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানুর রহমান বিষয়টিতে অবাক করার মতো কিছু দেখছেন না। 

পান খেলেই ধোঁয়া উঠছে মাথা দিয়ে। বিচিত্র এ ঘটনার জন্ম দিয়েছেন নাটোরের বাগাতিপাড়ার গোলাম রাব্বানি নামে একজন। বিরল এ ঘটনা অবাক করেছে স্থানীয়দের। অবাক বিস্ময়ে রাব্বানীর মাথা দিয়ে ধোঁয়া ওঠা দেখছে উৎসুক জনতা। বিরল এই ঘটনাকে গিনজে বুক অব ওয়াল্র্ড রেকর্ডে দেখতে চান স্থানীয়রা। 

শীতকালে মুখ দিয়ে বাস্পাকারে ধোঁয়া বের হওয়া স্বাভাবিক ঘটনা হলেও মাথা দিয়ে ধোয়া বের হওয়ায় অবাক তারা। কাঁচা সুপারি দিয়ে খিলি পান খেলেই মাথা দিয়ে ধোঁয়া বের হয় রাব্বানীর। নাটোরের বাগাতিপাড়ার গরু ব্যবসায়ী গোলাম রব্বানি আট বছর বয়স থেকে পান খাওয়া শুরু করেন। সম্প্রতি কাঁচা সুপারি দিয়ে পান খেলে তিনি লক্ষ্য করেন শরীর ঘেমে যায়। পরে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়া ওঠা শুরু হয়। প্রথম দিকে বিষয়টি নিয়ে ভাবনায় পড়লেও  এতে কোন সমস্যা বোধ করেন না বলে জানান গোলাম রব্বানী ও তার স্ত্রী।

তবে, বিষয়টির মধ্যে অস্বাভাবিক কিছু দেখছেন না স্থানীয় চিকিৎসকরা। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানুর রহমান বিষয়টিতে অবাক করার মতো কিছু দেখছেন না। 
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2