avertisements 2

মাধবী- ৭৭

মোঃ আসাদুজ্জামান
প্রকাশ: ১২:০০ এএম, ৯ নভেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৮ এএম, ১০ মার্চ,রবিবার,২০২৪

Text

৮ নভেম্বর ২০২২
ঢাকার জ্যামে পড়া রাজপথ
মাধবী,
তুরস্কের আলোচিত লেখিকা এলিফ শাফাকের একটি ইন্টারভিউ দেখলাম । রুপেগুনে অনন্যা এই লেখিকার একটি কথা আমার হৃদয়ে গেঁথে গেছে । এক প্রশ্নের জবাবে সে বলেছে, 
     “ My Primary guide is only    
        my imagination, politics 
        is second” 
তাঁর লেখা দ্বিতীয় উপন্যাস ‘The Bastard of Istanbul’ পড়া শেষ করেছি এবার লন্ডন সফরে । তুরস্ক-বংশোদ্ভূত এই লেখিকা বড় হয়েছেন, বেড়ে উঠেছেন তাঁর Single Mother এর স্নেহ মমতায়, যিনি পেশায় একজন কুটনীতিক ছিলেন। এলিফ শাফাক ফ্রান্সে জন্ম নিয়ে স্পেন,জর্ডান, জার্মান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেই তাঁর কুটনীতিক মায়ের সাথে শৈশব, কৈশোর আর যৌবনের সোনালী রোদের উত্তাপ নিয়েছেন, অর্জন করেছেন জীবনের নিগুঢ় অভিজ্ঞতা, জীবনতত্ব । The Bastard of Istanbul বইয়ে তিনি তুরস্ক-জাতিসত্বার ইতিহাসে গ্রীক, রোমান এবং অটোমান সাম্রাজ্যের উত্থান-পতন, রক্তাক্ত সংগ্রাম,তাঁদের জীবনবোধ এবং আরমেনিয়ান উত্তরপুরূষের শিকড়ের সন্ধানের নিখুঁত চিত্র এঁকেছেন। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ১৯ বছর বয়সী আছিয়া, যুক্তরাস্ট্রের আরিজুয়ানা থেকে শিকড়ের সন্ধান করতে পালিয়ে আসা আরমেনিয়ান রক্তের ধারক আরমানুস এর সাথে তাঁর কাজান্সি বোনদের দেখা পাওয়া, আছিয়ার সাথে পরিচয় হওয়া ইত্যাদি অনন্য চরিত্র ফুঁটে উঠেছে বইটিতে!

মাধবী,
এলিফ শাফাকের আরও দুইটি বই পড়েছি, ফোর্টি রুলস্ অফ লাভ, এবং আর্কিটেক্ট অফ এ্যাপ্রেন্টিস । ‘ফোর্টি রুলস্ অফ লাভ’ বা ‘ভালোবাসার চল্লিশ বিধি’তে 
তিনি ভালোবাসাকে তিনভাবে চিত্রায়িত করেছেন- Lust, Passion এবং Commitment। মস্তিস্কের নিউরনে তিনটি রুপই কম্পার্টমেন্টালাইজড করা থাকে বলে তিনি তাঁর কল্পনা শক্তি দিয়ে তুলে ধরেছেন। একরাতের জন্য হামজা কিংবা পাতিল কিংবা অন্য কারও সাথে শয্যাসঙ্গীনি হওয়াকে লেখিকার ভাষায় Lust বলে! কিন্ত ভালোবাসা  যখন বছরের পর বছর গড়িয়ে যায় তখন সেটা Lust নয়, সেটা Passion কিংবা Commitment হয়! এটা কখনো কখনো প্লেটনিক লাভও হতে পারে। 
এলিফ শাফাক এর চল্লিশ বিধির এই বই  পড়লে পাঠক বিভ্রান্ত হবে, ভাবতে পারে লেখক কি সুফিবাদ এর প্রচারক ? তিনি তাঁর বইতে বলেছেন, আমরা খোদাকে কিভাবে দেখি তাঁর প্রত্যক্ষ প্রতিফলন হলো আমরা নিজেকে কিভাবে দেখি। অর্থাৎ, কোন জিনিষকে তার অবস্থানের মত করে দেখিনা, আমরা যেভাবে দেখতে চাই সেভাবেই দেখি। যদি খোদাকে মনের মধ্যে ভয় বা শংকার  জায়গা থেকে দেখি, তাহলে আমাদের মধ্যে অনেক ভয় এবং অভিযুক্ত হওয়ার প্রবণতা বাড়িয়ে তুলবে। আর যদি খোদাকে ভালোবাসার জায়গা থেকে দেখি তাহলে তার প্রতিফলন ভালোবাসার মতই হবে । ভালোবাসার দ্বিতীয় বিধিতে তিনি বলেছেন, যখন খোদাকে ভালোবাসবে তখন মন প্রান উজাড় করে ভালোবেসো ! তাঁর ভাষায়- 
“Thou shalt love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy mind.” 
মাধবী,
এই যে আমি আমি তোমাকে ভালোবাসি তা তোমার রূপ কিংবা 
গুণের জন্য নয়; তোমাকে ভালো না বেসে থাকতে পারি না বলে ভালোবাসি। তুমি কি জানো মাধবী কথিত আছে বিশ্ববিখ্যাত যোদ্ধা সম্রাট নেপোলিয়ন বোনাপোর্ট তাঁর প্রেয়সীকে পঁচাত্তর হাজার প্রেম পত্র দিয়েছিলেন ? আমি তোমার জন্য মাত্র ৭৫ খানা পত্রের সংখ্যা অতিক্রম করেছি ! নেপোলিয়ন বোনাপোর্ট একবার যুদ্ধের ময়দান থেকে  তাঁর প্রেয়সীকে লিখেছিলেন,
    গতকাল সারাটি বিকেল      
    কাটিয়েছি তোমার পোট্রেটের দিকে 
    চেয়ে থেকেই। কী করে পারো তুমি 
    বলতো এই কঠোর মনের যোদ্ধার 
    চোখেও জল আনতে? আমার 
    হৃদয় যদি একটি পাত্র হয়, তবে 
    সেই পাত্রে ধারণ করা পানীয়ের 
    নাম দুঃখ। তুমি কি তা বোঝো 
    জোসেফিন? আবার কবে তোমার 
    আমার দেখা হবে? সে অপেক্ষার 
    প্রহর যেন শেষ হতেই চায় না! সে 
    অপেক্ষায়…
    তোমারই
    নেপোলিয়ন বোনাপার্ট

মাধবী,
বিশ্ব গানের ভূবনের সুরসম্রাট বেটোফেনকে তো তুমি চেনো । সে তাঁর প্রেয়সীকে লিখেছিলেন,
     আমার দেবী,
     গভীর দুঃখ আর না পাওয়ার 
     বেদনার মাঝেই যদি থাকে প্রেমের 
     সফলতা, তবে নিশ্চয় আমাদের 
     প্রেম সফল। না দেখার কষ্ট, 
     বিরহের যন্ত্রণা ছাড়া আর কিছুই 
     যে নেই তোমার-আমার মাঝে। 
     প্রতিনিয়ত সুরের মাঝে তোমাকেই
     খুঁজে বেড়াই। কিন্তু হায়! অপ্রাপ্তি
     তো আর প্রাপ্তি হয়ে ধরা দেয় না! 
     প্রকৃতির সৌন্দর্যের মাঝে আনন্দ 
     খুঁজি। কিন্তু তোমার ধ্যান, সব 
     দর্শনই মিছে মনে হয় যখন মনে 
    পড়ে দিন শেষে আমরা রয়ে যাব 
    যে যার মতো নিবাসে। দেবী, তুমি 
    কেবল আমারই দেবী, এই জন্মে 
    না হলেও পরজন্মে মিলন 
    আমাদের হবেই। এই তো আর 
    কটা দিন অপেক্ষা মাত্র। তুমি 
    সাহসী না হলে, আমি সাহস 
    করবো কোথা হতে? 
মাধবী,
আমি নেপোলিয়ন বোনাপোর্ট কিংবা বেটোফেন হতে পারবো না তোমার জন্য, তবে রুদ্রের মত তোমার জন্য প্রহর কাটাতে পারবো ক্ষোভে ও ক্ষমায় , শূন্যতায় ভরে তুলতে পারবো আমার বুকের নাব্যপথ ! তারপরও তোমাকে ফিরাবো না, কারন, নজরুলের মত-
      আমিও জানি কেন তুমি 
       চাহ নাকো ফিরে । 
       জানিতে না আঁখি 
       আঁখিতে হারায় 
     ডুবে যায় বাণী ধীরে !!
     

     শুভ সন্ধ্যা

বিষয়:

আরও পড়ুন

avertisements 2