মাধবী-৬৫
মোঃ আসাদুজ্জামান
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪৮ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মাধবী,
ইদানীং তোমার সাথে মাঝে মাঝে শব্দহীন কথা বার্তা হয়। মাঝে মাঝে আমার আধটুকু পৃথিবী খালি খালি লাগে, আর বাকি আধটুকু শূন্যে চেয়ে কেটে যায় তোমার অপেক্ষায়। আমার অনুভূতিগুলোকে কখনো কখনো খুচরো পয়সার মতো মনে হয়, তাই রোজ তোমার নামে অনুভূতিদের জমাই! সকাল থেকে সোস্যালমিডিয়ায় ঘুরে বেড়ানো নিচের ক’টি লাইন মন ছুঁয়ে গেলো, মনে হলো আমার মনের গহীনে তোমার জন্য লুকিয়ে রাখা অব্যাক্ত, অস্ফুট আর্তনাদ । তোমাকে শুধোতে মন চাইলো-
এই যে মেয়ে কাজল চোখ
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবীর মিছিল হোক।
মাধবী,
মাধবী,
আজ সারাদিন, মাঝে মাঝে, খোঁপা খুলে তোমার পিঠের উপর আঁছড়ে পড়া চুলের মতো বৃষ্টি নেমেছিলো এই শহরে ! তখন, সেই বৃষ্টিতে আমি তোমার নামে শুদ্ধ হয়েছি, ভালোবাসার শপথের দৃড়তায় তোমার কাছে আর আসবো না, দূর হতে শুধু ভালোবেসে যাবো ! এ আমার প্রণত হওয়ার নতুন অঙ্গীকার, আশা করি অনন্তকাল তুমি এ প্রণয়ে ভালো থাকবে !
মাধবী,
তুমিতো জানো, আগস্ট ২০২২ এ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বাংলাদেশ সফর করেন যা স্বাধীনতার পর এই পদধারীর প্রথম বাংলাদেশ সফর। তিনি সফর শেষে বাংলাদেশের মানবাধিকার লংঘনের অস্তিত্ব উল্লেখ করে করণীয় সম্পর্কে প্রেসকনফারেন্সও করেন। তিনি জেনেভায় ফেরার পর ২৫ আগস্ট তাঁর বিদায়ী বক্তব্যে বাংলাদেশের মানবাধিকার লংঘনের বিষয় উল্লেখ না করায় এদেশের অন্ততঃ জনা দুয়েক নৈশভোটের মন্ত্রি প্রেসকে বলেছিলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থতি নিয়ে জাতিসংঘের কোন উদ্বেগ নেই । জ্ঞানপাপী এইসব মন্ত্রীদের ঐ বক্তব্য অবশ্য হাইকমিশনারের দপ্তর থেকে পরের দিনই নাকোচ করে দেওয়া হয়েছিলো যা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে !
মাধবী,
তোমার অবগতির জন্য জানাচ্ছি যে, আজ, ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে জাতিসংঘের ভারপ্রাপ্ত মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিস নাদা আল-নাসিফ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫১তম অধিবেশনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার সময়
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গত মাসে বাংলাদেশ সফরকরা হাইকমিশনারের উদ্বেগের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের মতপ্রকাশের উপর প্রতিবন্ধকতামূলক আইন সংস্কারের জন্য তাঁর অফিসের পূর্ণ সহযোগিতা প্রদানের কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক, বিশেষ করে র্যাব কর্তৃক, গুমসহ সকল মানবাধিকার লংঘনের বিষয়ে একটি বিশেষায়িত মেকানিজমের মাধ্যমে তদন্ত করার কথা স্মরণ করিয়ে দেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার তাঁর বক্তব্যে আরো উল্লেখ করেন যে, পরবর্তী নির্বাচনকে সামনে রেখে মেরুকরণের যে পরিবেশ বিরাজমান সে অবস্থায় সরকারকে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সভাসমাবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিরাপত্তা বাহিনীকে প্রতিবাদকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য বলেন। তিনি বাংলাদেশে মানবাধিকার কর্মী, আইনজীবী, সাংবাদিক এবং ভিক্টিম পরিবারের সদস্যদের মানবাধিকারের পক্ষে কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে নিবর্তন অথবা নিষেধাজ্ঞামূলক ব্যাবস্থা না নিতে সরকারকে আহবান জানান।
মাধবী,
এ সবই গনতন্ত্রে উত্তরনের জন্য চলমান সংগ্রামের প্রেরনা, অন্যতম মৌলিক উপাদান । তোমার জন্য ভালো দিনের হাতছানি, কবির সুমনের কন্ঠে শুনো,
" তোমাকে অভিবাদন প্রিয়তমা…." !
বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে শুনতে মন্দ লাগবে না তোমার !
মাধবী,
অনেকদিন তোমাকে রুদ্রের কবিতার রেফারেন্স দেইনি । রুদ্রর মত করে তোমার কাছে কিছু চাই । আমি রুদ্রের মত কাঙাল নই, ভিখেরী নই, ত্রিশোর্ধ বালকও নই ! তাই, তোমাকে রুদ্রের মত মিনতি করে বলবোনা,
কিছুটা তো চাই- হোক ভুল হোক মিথ্যে
প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
কিছুটা তো চাই, কিছুটা তো চাই।!
শু ভ রা ত্রি
লেখক:
আইনজীবি ও রাজনৈতিক কর্মী