মাধবী-৩৯
মো: আসাদুজ্জামান
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৪৯ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
মাধবী,
তুমি আমাকে প্রেম দাওনি, বিরহ অনল দিয়েছো, উপেক্ষা দিয়েছো, তারপরও ভালো আছো তো ? এই যে শোরগোল, এত কোলাহল, এত হৈ রৈ, এত সমাগম, এত কিছুর মাঝে তুমি ভালো আছো তো ? তোমার সতীর্থদের কফির আড্ডায় আমার স্মৃতিরা কি এখনো তোমার মস্তিস্কের নিউরনে টুনটান শব্দে নাড়া দেয় মাধবী ?
সে যাইহোক, আজ ইংরেজী দৈনিক ডেইলীস্টার সহ বিভিন্ন পত্রিকার অনলাইন সংখ্যায় প্রকাশিত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য তুলে ধরে একটি ছোট্ট খবর পরিবেশন দেখলাম, তুমি দেখেছো ? ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এক বক্তৃতায় বলেছেন, গনতন্ত্র, মানবাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্র কোন আপোষ করবে না, RAB এর উপর থেকে আপাততঃ নিষেধাজ্ঞা উঠার সম্ভাবনা নেই, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য RABকে আপাততঃ পরিশ্রম করতে হবে, মানবাধিকার ইস্যুতে ধ্বনাত্বক ভূমিকা রাখতে হবে ! সংবাদটি ছোট, কিন্ত সুদূরপ্রসারী ! কারণ, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গনতন্ত্রকামী মানুষের কাছে এটি একটি আশা জাগানিয়া বার্তা । অনেকেই এই বার্তায় উচ্ছসিত, উদ্বেলিত, আনন্দিত, আপ্লুত ! আমি কিন্ত অত্যন্ত সতর্ক ! মার্কিন পররাষ্ট্রনীতি যতটা না আমাদের গনতন্ত্র কিংবা মানবাধিকারের জন্য, তার চে’ ঢের বেশী তাদের স্বার্থ রক্ষার জন্য ! বাংলাদেশের নিশি রাতের কতৃত্ববাদী সরকার তাদের ক্ষমতার মেয়াদ দীর্ঘতর করার জন্য দেশ বিক্রি করতেও দ্বিধা করবে না, ঠিক তোমার মত ! তাই, বাংলাদেশের মুক্তিকামী জনতা এই বক্তব্যকে সাহসের প্রেরণা হিসাবে দেখলেও আন্দোলনের মূল নিয়ামক মনে করবে না বলে আমি বিশ্বাস করি ! এ বক্তব্য নিঃসন্দেহে আমাদের গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য অনবদ্য ভুমিকা রাখবে, মানবাধিকার এবং গনতান্ত্রিক সংগ্রামের আন্তর্জাতিকতাবাদ তত্বকে প্রতিষ্ঠিত করবে । পিটার হাসকে অশেষ ধন্যবাদ!
মাধবী, তোমাকে কি কখনো লিখেছিলাম, আঁধারে যে কারও নয়, আলোতে সে আসে আপন হয়ে ? মনে পড়ে না! আজ নতুন করে অনুভব করলাম, কেউ কেউ আঁধারে কারও হতে চায় না, আলোয় এসে পাশে দাঁড়াতে চায়, প্রেম পিরিতের অভিলাষ নয়, বিশ্বস্ততার ভিত হতে চায়, ঠিক তোমার উল্টো পথের যাত্রী !
মনে পড়ে মাধু, তুমি অন্য দিকে তাকালে আমি তোমার পানে অনন্ত কালের মত চেয়ে বেলা ফুরিয়ে দিতাম , কিন্তু তোমার তাকানোর সময় হতো না ? জৌষ্ঠের ক্ষর রৌদ্রের মত তৃষিত হৃদয়ে তোমার দিকে তাকালেও একটুখানি ফিরে তাকানোর সময় হয়নি তোমার ! আজ দেখি মাথার কাছে মাথা, দু’ কাঁধে হাত রেখে তোমাদের হাসি- আনন্দের ছবি, নষ্ট সময়ের বিজ্ঞাপন !
মাধু, ঝুম বৃষ্টিতে আজ তুমি অন্যকারো রঙে নিজেকে রাঙাও, আমার জন্য শুধুই অবহেলার আবীর রেখেছো।তোমার কল্যানে এ শহর আজ আমার কাছে এক ভয়ানক ছিনতাইকারী, এ শহর তোমাকে কেড়ে নিয়ে নষ্টদের ভীড়ে নোঙর করিয়েছে, ভালোবাসাকে এ শহর পণ্য বানিয়ে সওদা করেছে ! এ শহর আজ বড় অচেনা মনে হচ্ছে, বিবর্ণ, বিষাক্ত, বিরহ বিধুর এক হৃদয়হীন জনপদ মনে হচ্ছে । এ শহর আমার নয় মাধবী, এ শহর মায়ার, নষ্টদের নষ্ট বিজ্ঞাপনের বিজ্ঞাপন বোর্ড এই শহর আজ।
মাধবী,নীরবতা আজ আমার কাছে কোন এক উদাসীন পথের নাম ! এই নীরবতা নামক পথে এখনো বুঁদ হয়ে তোমার নেশায় বসে থাকি, নিকোটিনের নেশা তোমার নেশাকে অতিক্রম করতে পারে না কখনো ! তুমি ডাকবে না জেনেও অগোছালো সন্ধ্যায় বসে থাকি রোজ, বিবর্ণ আঁধারে আমি নিখোঁজ থাকি রোজ ! ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারউইশের কবিতার কথা মনে পড়ে ? মাহমুদ দারউইশ যথার্থই তাঁর মাধবীর উদ্দেশ্যে লিখেছিলো,
“ সে বলল , কবে আমাদের দেখা হবে ?
বললাম , যেদিন যুদ্ধ শেষ হবে । সে বলল , কবে যুদ্ধ শেষ হবে ? বললাম , যেদিন আমাদের দেখা হবে !”
লেখক:
আইনজীবি ও রাজনৈতিক কর্মী