avertisements 2

মাধবীর জন্য -১২

মো: আসাদুজ্জামান
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুন,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৫৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

মাধবী,
পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে  হিজলের বনে;
পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে;
পৃথিবীর সব প্রেম আমাদের দু'জনার মনে;
আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে।

জীবনানন্দ দাসের ‘সন্ধ্যা হয়’ কবিতার কথাগুলি শ্বাসত: সুন্দর প্রেমের শতাব্দী পেরনো অনন্য, অতল , বিশুদ্ধ অনুভূতি যা যুগের সীমানা ছাড়িয়ে সবার বুকে 
রিনঝিন কাঁকনের সুর বাঁজিয়ে যায় ! আমারও যাচ্ছে , তোমার ? 
আজ আষাঢ়ের প্রথম দিন । বর্ষার প্রথম বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দেখলাম, ঠিক তোমার মত, শ্বেত শুভ্র মখমলের মত হৃদয়ে শিহরণ তোলে । প্রতিদিন তোমাকে ছোঁয়ার উদগ্র বাসনার বেদনায় সিক্ত আমার চোখের জলোচ্ছাস বর্ষার প্রথম বৃষ্টির ফোঁটায় ধুঁয়ে দিয়েছে মাধবী । এই কান্না তোমার জন্য , তোমার বিরহে, তোমার উপেক্ষা আর অবহেলা থেকে উৎসারিত কান্না মাধবী, তুমি কখনো এর মূল্য বুঝবে না , কারণ, তুমিতো আমার সাত রঙের মাধুরী মেশানো তুলিতে আঁকা দূর আকাশের রংধনু , তুমি এ কান্না কখনো অনুভবও করবে না জানি !!  

মাধবী, তুমি নিশ্চয়ই জানো আমাদের সুপ্রিম কোর্ট নিয়মিত বসছে না, আইনজীবিরা দিশেহারা, নবীন আইনজীবিরা অনেকেই depressed/ frustrated ! ইতিমধ্যে বেশ কয়েকটি ভার্চুয়াল বেন্চ গঠন করা হয়েছে “অতীব জরুরী এবং গুরুত্বপূর্ণ “ বিষয় শুনানী করার জন্য । বারের নির্বাচিত নেতৃবৃন্দ এ বিষয়ে খুব বেশী কার্যকরী কোন পদক্ষেপ নিতে পারছে না বা নিচ্ছে না । গতানুগতিক দাবী তুলে দায়সারা ভাবে দায় এড়িয়ে যাচ্ছে , তাঁদের শুভংকরের ফাঁকি দেওয়ার দায়িত্ববোধ চোখে পড়ছে । এত কিছুর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে  দেখলাম বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে মহামান্য হাইকোর্ট বিভাগ একটি রীট মামলায় তাঁর হাসপাতালের নথি চেয়ে পাঠিয়েছেন । এটা জেনে আনন্দিত হলাম যে এখনো খালেদা জিয়ার যে কোন বিষয়ই এদেশের সর্বক্ষেত্রে “অতীব জরুরী এবং গুরুত্বপূর্ণ “ , তিনি এখনো অনবদ্য , এখনো সবার থেকে ভিন্ন, সবার থেকে বিশেষ দৃষ্টি পাওয়ার যোগ্য । হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পান্জা লড়া বেগম খালেদা জিয়ার জন্ম তারিখের বিতর্ক এই মহামারির সময়ে গঠিত মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেন্চের কাছে বিশেষ গুরুত্ব বহন করে জেনে আমি সত্যই বিমোহিত, বাকরুদ্ধও বৈ কি । এ আদেশ তথাকথিত একটি জনস্বার্থে  দায়েরকৃত মামলার প্রেক্ষিতে করা হয়েছে বলে শুনেছি । আমার ক্ষুদ্র জ্ঞানে আসে না এটা কি ভাবে জনস্বার্থে মামলা হয় ? জনস্বার্থে মামলা বা Public Interest Litigation এর ধারণা এদেশে বেরুবাড়ীর  মামলা দিয়ে ১৯৭৬ সালে শুরু হলেও 49 DLR-AD- 1 এ রিপোর্টেড  Dr. Mohiuddin Faruk -VS- Govt. of Bangladesh and others মামলায় আমাদের সুপ্রিম কোর্ট Public Interest Litigation এর যে মৌল ভিত্তি রচনা করে দিয়েছিলেন তা আজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে এই সব তথাকথিত অতি উত্সাহী busybody বা publicity monger দের জন্য । Judicial Review এর ক্ষমতা অনেক ক্ষেত্রে misused হতে দেখা যাচ্ছে , রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা এবং সস্তাদরের প্রচারের জন্যও অনেক মামলবাজ ব্যাক্তি আবিস্কৃত হচ্ছে , এ সবই আমাদের জন্য, আমাদের বিচার বিভাগের স্বকীয়তা ও স্বাধীনতার জন্য অশনী সংকেত, ঝড়ের পূর্বাভাস ! আমি বিশ্বাস রাখি আমাদের প্রাজ্ঞ , বিদগ্ধ, ন্যায়বিচারকগন এ ধরনের দরখাস্ত জরিমানা সহ খারিজ করবেন ! 
 মাধবী, 
চিত্র নায়িকা পরীমনির অশ্রু, অভিযোগ, অনুযোগ, অভিব্যাক্তি, জনমতের শক্তি নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম ! আজ আরও লিখতে চেয়েছিলাম আবু ত্বহা মোহাম্মদ আদনান নামক একজন ইসলামী বক্তা এবং তার কয়েকজন সহযোগী গুম হওয়া নিয়ে , রাষ্ট্রের নির্মমতা আর মানুষের জীবনের অধিকার নিয়ে ! কিন্ত বেগম খালেদা জিয়াকে নিয়ে লিখতে যেয়ে আজ চোখ ভিজে যায় চোখের জলে , আমার চিন্তার সরলরেখারা সংকুচিত হয়ে যায়, হৃদয় ব্যাথিত, কিচ্ছু ভালো লাগছে না , না লিখতে , না ভাবতে! তাই আর কোন বিষয়ে আজ আর লিখবো না !!!!
তবে জেনে রেখো , সব রাগ - অনুরাগ -বিরাগ, অভিযোগ-অনুযোগ, সুখ-দু:খের অনুভূতিকে ছাপিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মত আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস । যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো 😭😭😭

বিষয়:

আরও পড়ুন

avertisements 2