খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৩ এএম, ৯ নভেম্বর,রবিবার,২০২৫
খুলনায় মহুয়া খাতুন নামে নর্দার্ন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বাগেরহাট সদর থানা এলাকার শাহাদাত হোসেনের মেয়ে। খালিশপুর নানা বাড়িতে থেকে তিনি পড়াশুনা করতেন।
খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত আলী জানান, গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ও রাতে কোনো খাবার গ্রহণ করেনি মহুয়া। রাতে ঘরের দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) সকাল গড়িয়ে দুপুরেও ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। সাড়ে ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরাতহাল রির্পোট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, মহুয়ার মা মারা যাওয়ার কিছুদিন পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর নানা বাড়ি খালিশপুর থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন তিনি। বাবার সঙ্গে মনমালিন্য হয়ে এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া মৃতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।





