নাটোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও নাতির মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৫০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে বাবা, ছেলে ও নাতি বলে জানা গেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডেবরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার বিরোপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫০), তাঁর ছেলে মো. সোহাগ (২৭) ও সোহাগের ছেলে ইভান (৪)।
লালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ডেবরপাড়া গ্রামের বাসিন্দা মো. এমদাদুল হক ইন্তাজ বলেন, ‘শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কাজিপাড়া গ্রামে ওই তিনজন একটি দাওয়াত খেয়ে মোটরসাইকেল নিয়ে বিরোপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে লালপুর-গোপালপুর সড়কের ডেবরপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জিএম ট্রাভেল কোম্পানির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় দুর্ঘটনাস্থলেই সোহাগ ও ইভানের মৃত্যু হয়। পরে আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।’
খবর পেয়ে পুলিশ ও লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পালিয়েছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’