avertisements 2

পরীক্ষার হলে স্ত্রীকে উত্তরপত্র দিয়ে কারাগারে শিক্ষক স্বামী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪৯ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

পরীক্ষায় স্ত্রীকে পাস করাতে গিয়ে লুকিয়ে উত্তরপত্র হস্তান্তর করে শিক্ষক স্বামী এখন কারাগারে। দিনাজপুরের আদর্শ কলেজ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা দিচ্ছিলেন স্ত্রী আক্তারিনা পারভীন। তাকে উত্তরপত্র দিয়েছেন স্বামী হাবিবুর রহমান, যিনি ওই কলেজেরই শিক্ষক হিসেবে কর্মরত।

শুক্রবার (৩ জুন) দেশব্যাপী প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় দিনাজপুর আদর্শ কলেজ কেন্দ্রের নিচতলায় আসন পড়েছিল পরীক্ষার্থী আক্তারিনা পারভীনের। কেন্দ্রের কক্ষ পরিদর্শনের দায়িত্বে ছিলেন ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাবিবুর রহমান। যিনি আক্তারিনা পারভীনের স্বামী।

জানা গেছে, পরীক্ষা শুরুর ২০ মিনিট পরে প্রভাষক হাবিবুর স্ত্রীর পরীক্ষা কক্ষে ঢুকে উত্তরপত্রের একটি কপি তার হাতে দিয়ে চলে যান। এ সময় সেখানে উপস্থিত অন্য পরীক্ষার্থীরা বিষয়টি দেখে ফেলে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কক্ষ পরিদর্শনে এলে অন্য পরীক্ষার্থীরা উত্তরপত্র সরবরাহের বিষয়টি তাদেরকে জানান। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী এবং তার স্বামী ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ হাবিবুর রহমানকে আটক করে। কলেজের অধ্যক্ষ কোতোয়ালি থানার পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে জানান।

এদিকে, একই দিন নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে আরও ৯ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন দিনাজপুর কারিগরি ইনস্টিটিউট কেন্দ্র থেকে জয়ন্ত কুমার সরকার (৩০), এস আর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে রবিউল ইসলাম (৩০), কেবিএম কলেজ কেন্দ্রে বেলী আক্তার (৩০), সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ববিতা অধিকারী (৩২) ও মোর্শেদা খাতুন, চেহেলগাজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মিতা রায়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে রুবাইয়াত ফারহান। এছাড়াও হাসিবুর রহমান ও মিনহাজুল ইসলাম নামের আরও দুই ব্যক্তিকে কেন্দ্রের বাইরে থেকে আটক করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ১০ জনকে আটক করা হয়েছে। পাবলিক পরীক্ষা আইনে তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2