টাকা ছাড়া মিলছে না ভাতাভোগীদের কার্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫০ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তদের মাঝে ভাতার কার্ড বিতরণের নামে সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ফটিক আলী ও আবদুল মালেকের বিরুদ্ধে।এ নিয়ে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন প্রায় ২০ জন ভুক্তভোগী।
অভিযোগে বলা হয়েছে, সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় গত রোববার ধাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ। এসময় ৮ নম্বর ওয়ার্ড সদস্য ফটিক আলী ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মালেক দেড় শতাধিক সুবিধাভোগীর কাছ থেকে ৫০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত অর্থ আদায় করেন। বেশ কয়েকজন সুবিধাভোগী অর্থ দিয়েও মেলেনি কার্ড।
সেরিনা নামে এক ভুক্তভোগী বলেন, বেশ কিছুদিন আগে স্থানীয় ওয়ার্ড সদস্য ফটিক আলী আমাকে বিধবা ভাতার কার্ড দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়েছিল। চারদিন আগে আমি জানতে পারি, আমার কার্ডের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু আমি সেই বিধবা ভাতার কার্ড আনতে গেলে টাকা ছাড়া কার্ড দেবে না বলে সাফ জানিয়ে দেয় ফটিক। পরে এক হাজার টাকা দিয়ে কার্ড নিয়ে এসেছি।