avertisements 2

অসুস্থ সন্তানকে দেখে কর্মস্থলে ফেরা হলো না বাবার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৪:২৬ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

রাজশাহীর পুঠিয়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের উপজেলার তারাপুর সাদিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম মাসুদ রানা (৩৩)। সে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার জাঙ্গলপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোর স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। সন্তানের অসুস্থতার খবরে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মাসুদ রানা।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মাসুদ রানা ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি ফায়ার ফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি বদলি হয়ে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাটোর স্টেশনে যোগ দেন। মৃত্যুকালে তিনি বাবা-মা ছাড়াও, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে রাজশাহী ফায়াস সার্ভিস।

দুর্ঘটনার বিষয়ে  হাইওয়ে পুলিশের রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাখ্খারুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল আরোহী ওই ফায়ার সার্ভিস কর্মী দুর্ঘটনার শিকার হন। দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, দুর্ঘটনাস্থলটি ফাঁকা। তাকে বাস নাকি ট্রাকের ধাক্কায় মাসুদ রানা প্রাণ হারিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এনিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2