avertisements 2

পাবনায় ৬ শিক্ষার্থী নিয়ে চলছে এক শিক্ষা প্রতিষ্ঠান!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০২:৩৩ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

পাবনা সদর উপজেলা ভাঁড়ারায় ১৯৯০ সালে স্থাপিত হয় খয়ের বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম পর্যায়ে স্কুলটি খুব সুনামের সাথে চলেছিলো বর্তমান দুর্বিষহ অবস্থা শ্রেণী কক্ষে ২/৩ জন আর শিক্ষক শিক্ষিকা ছাড়া উপস্থিতি নেই বললেই চলে।

বিদ্যালয়টি প্রতিদিন দুই শিফট করে পরিচালিত হলেও উপস্থিতি হাতে গোনা চার থেকে ৬ জনের বেশি নয় । অথচ এবছর পাঁচ টি শ্রেণী বিভক্ত করে ১১০ জন ছাত্র-ছাত্রী খাতা কলমে ভর্তি করেছে প্রতিষ্ঠানটি, সরকারি দেওয়া স্কুল ড্রেস টিফিনসহ নানা উপক্রম দিয়েছে তারা। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে খাতা কলমে শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতি দেখানো হয়।

বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ চার জন শিক্ষক দায়িত্ব পালন করেন । তারাও ঠিক মত আসেন না। স্কুল কমিটির সভাপতি ভাগ্নে ও প্রধান শিক্ষক মামা হওয়ায় নানা দূর্নীতি কারণেই এই অবস্থা স্কুলটির বলে অভিযোগ স্থানীয়দের।

নাম বলতে অনিচ্ছুক স্থানীয় এক সচেতন ব্যাক্তি বলেন, ভাই আমি মাঝে মাঝে ঐ স্কুলে যাই, গিয়ে দেখি স্যাররা পায়ের উপর পা তুলে ঘুমাচ্ছে। কিছু বলার নাই কারন ছাত্র-ছাত্রী তো নাই।

এ বিষয়ে খয়ের বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনসহ শিক্ষকরা জানান, আমাদের স্কুলের পাশে মাদ্রাসা আর কিন্ডার গার্ডেন রয়েছে এবং করোনা অতিমারির কারণে স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি একটু কম হয়। প্রধান শিক্ষক আরো জানান, তার বোনের ছেলে ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি।

এ বিষয়ে কথা বলার জন্য পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মুনছুর রহমান এর সাথে সাক্ষাত করলে তিনি ক্যামেরার সামনে কথা না বলে, ঐ খয়ের বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন এর মুঠোফোনে ফোন দিয়ে কথা বলেন এবং উক্ত প্রতিবেদককে বলেন, আমি খোঁজ খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2