স্কুল মাঠে অশ্লীল নৃত্য, সভাপতি ও প্রধান শিক্ষককে শোকজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০০ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের একটি অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে স্কুল মাঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিনগ্রাম উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় প্রভাত কাকুলী নামের একটি সমিতি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনায় আজ বুধবার স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষককে শোকজ করেছে শিক্ষা অফিস।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিন্স প্যান্ট ও শার্ট পরিহিত একটি মহিলা আপত্তিকরভাবে অশ্লীল নৃত্য পরিবেশন করছে। এ সময় উঠতি বয়সের যুবকরা তার হাতে টাকা দিয়ে নাচানাচি করছে। আবার অনেকে মঞ্চে উঠে ওই মহিলার সাথে হেলে-দুলে নাচানাচির পাশাপাশি তার মাথায় টাকা ছিটিয়ে দিচ্ছে। ভিডিওটি এলাকায় যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দেলু।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এমন আপত্তিকরভাবে অশ্লীল নৃত্য পরিবেশন খুবই দুঃখজনক। আর স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ধরণের আপত্তিকর নৃত্য এটা শিক্ষার্থীদের মাঝে প্রভাব ফেলেছে। অনুষ্ঠানের আয়োজক প্রভাত কাকুলী সমিতির সভাপতি ইউনুছ খান বলেন, অনুষ্ঠানের আয়োজন তার সমিতি হলেও এ বিষয়ে তিনি জড়িত নন।
এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দেলু বলেন, যা ঘটেছে আমার অনুপস্থিতিতে ঘটেছে। আমি শুধু খেলাধুলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেছি। আর নাচ-গানের সাথে আমি জড়িত নই। তবে শুনেছি গ্রামের কিছু ছেলেরা এটা করেছে। আর বিনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, আমরা ছেলে-মেয়েদের খেলাধুলা শেষ করে বাড়ি চলে এসেছি। আর শিক্ষকদের অনুপস্থিতিতে এ ধরণের নাচ-গানের আয়োজন করা হয়েছে। স্কুলের কোনো শিক্ষক এখানে জড়িত নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, স্কুলে অশ্লীল নৃত্যের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিকে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।