সবাইকে কাঁদিয়ে ক্যাম্পাসকে শেষ বিদায় হিমেলের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ ফেব্রুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সহপাঠী সহ শিক্ষক-কর্মী সবাইকে কাঁদিয়ে ক্যাম্পাসকে শেষ বিদায় জানালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদ হাসান হিমেল। বুধবার সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জানাজা শেষে তার মরদেহ নাটোরের বাড়িতে নেওয়ার উদ্দেশে রওনা হয় লাশবাহী গাড়িটি।
জানাজার আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে নিহত হিমেলের কফিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠন শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে তার মরদেহ চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনা হলে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীসহ তার শুভাকাঙ্ক্ষীরা। হিমেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন সহপাঠীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আসলে সন্তানহারা বাবার পক্ষে এই মুহূর্তে কথা বলা খুব কঠিন। আমি হিমেলের মায়ে সঙ্গে কথা বলেছি। তাদের সব দাবি আমরা মেনে নিচ্ছি। আজকের মধ্যেই তাদের ৫ লাখ টাকা দেওয়া হবে। তার মায়ের সব ধরনের আর্থিক দায়িত্ব নেবো আমরা। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।