avertisements 2

টিকা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে স্কুল কর্তৃপক্ষ নিচ্ছে এসির টাকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫২ এএম, ২৩ এপ্রিল,মঙ্গলবার,২০২৪

Text

পাবনার বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এসির টাকা পরিশোধ করতে ফির নামে এ টাকা আদায় করা হচ্ছে বলে রবিবার (১৬ জানুয়ারি) অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

শিক্ষার্থীরা বলেন, ‘করোনা টিকার ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৬০-১০০ টাকা নেওয়া হয়েছে। আমরা বিষয়টির প্রতিবাদ করলে স্যারেরা ভয়ভীতি দেখান। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে টিকা নেই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘টিকা কার্যক্রম পরিচালনায় এসি কিনতে এক লাখ ১২ হাজার টাকা খরচ হবে। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে পরিশোধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়েছে।’

বেড়া উপজেলার শিক্ষ কর্মকর্তা খবির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা আদায়ের বিষয়টি আমাকে জানিয়েছেন।’ তবে এটি টিকা ফি নয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জেলা প্রশাসক ও শিক্ষা অধিদফতরের অনুমতি আছে কি-না জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত বলেন, ‘স্বাস্থ্য বিভাগ টিকা দিতে কোনও টাকা নিচ্ছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ কেন নিচ্ছে আমার জানা নেই।’ এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘এমন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেবো।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2