avertisements 2

শিবিরের আস্তানায় পুলিশের অভিযান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০২:৩৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

দিনাজপুরের বীরগঞ্জে শিবিরের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেটসহ মো. আব্দুর রাকিব (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টায় পৌরশহরের পোস্ট অফিস মোড় নামক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। মো. আব্দুর রাকিব জেলার বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের বহবলদিঘী গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

ঘণ্টাব্যাপী অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেটসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার এসআই মো. তহিদুল ইসলাম। তিনি জানান, শিবিরের আস্তানা রয়েছে এবং সেখানে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিকালে পৌরশহরের পোস্ট অফিস মোড় নামক এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযানের বিপুল পরিমাণ জিহাদি বই, লিফলেটসহ একজনকে আটক করা হয়েছে। বাড়িতে চারজন মিলে বসবাস করলেও পুলিশের অভিযান টের পেয়ে ৩ জন পালিয়ে যায়।

বাড়ির মালিক মো. আব্দুল মজিদের ছেলে মো. আনোয়ার হোসেন সিলেটে বসবাস করেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। এখানে রাতে এবং দিনে বিভিন্ন ধরনের মানুষ যাতায়াত করতেন বলে তারা জানিয়েছেন।

বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শিবির নেতাকে জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাওয়া যাবে। সেখানে কী ধরনের পরিকল্পনা হতো এবং কাদের যাতায়াত ছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2