১৬ ঘন্টার ব্যবধানে আপন ৩ ভাইয়ের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:১৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নাটোরের বৃহত্তম হোটেল ইসলামীয়ার মালিক শরিফুল ইসলাম পচু (৫৬) মারা যাওয়ার খবরে তার আপন বড়ভাই বাবুলুর রহমান (৫৮) স্ট্রোক করে মারা গেছেন। তাদের অপর ছোটভাই মো. জাহাঙ্গীর হোসেন (৫০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে মারা গেছেন। চার ভাইয়ের মধ্যে বেঁচে রইলেন একমাত্র বড়ভাই জীবন হোসেন (৬১)। তারা সবাই নাটোর শহরের বলারীপাড়ার ডাক্তার আব্দুর রশিদের সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর শহরের চকরামপুরে অবস্থিত জেলার বৃহত্তম খাবার হোটেল ইসলামীয়ার মালিক শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার মধ্যরাতে মারা যান। এই খবর নাটোরে আসলে শুক্রবার ভোরে তার আপন বড়ভাই বাবলুর রহমান স্টোক করে তাৎক্ষণিক মারা গেছেন।
এদিকে তাদের অপর ছোটভাই মো. জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থায় চিকিৎসাধীন দুই বড় ভাইয়ের মৃত্যুর দিন শুক্রবার রাত ৮টার দিকে মারা গেছেন।
নাটোরের সচেতন মহলের অতি পরিচিত এই পরিবারে একই দিনে এমন মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে।