সরকারি গোডাউনের ২০০ বস্তা গম বাসায়,
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৫২ পিএম, ১৩ জুলাই,রবিবার,২০২৫

নাটোরের লালপুরে নিরাপত্তারক্ষীর বাসা থেকে ২০০ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৫ জুন ২০২১) উপজেলার গোপালপুর খাদ্য গুদামের নিরাপত্তারক্ষী তানভির হোসেনের বাসা থেকে গম উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার ও জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমার উপস্থিতিতে উদ্ধারকৃত গম খাদ্য গুদামে স্থানান্তর করা হয়।
ইউএনও শাম্মী আক্তার বলেন, গোপালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ২০০ বস্তা সরকারি গম নিরপত্তারক্ষীর বাসায় সরিয়ে রেখেছেন এমন খবর পাওয়ার পর শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে উদ্ধারকৃত গম পূনরায় গোডাউনে মজুদ করা হয়।
এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও। গুদামের নিরাপত্তারক্ষী তানভির হোসেন বলেন, স্যার (রফিকুল ইসলাম) সরকারি বাসায় গমের বস্তা রেখেছেন এতে তার কিছুই করার নেই।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গোডাউনে জায়গা না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তিনি অন্যস্থানে গম মজুদ রেখেছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এ সংক্রান্ত লিখিত কোন চিঠিও তাকে দেওয়া হয়নি।