avertisements 2

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে ‌‌। বুধবার (৯ জুন) সকাল ৭টা থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৭টা পর্যন্ত এ ১২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের তিনজন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন করে মৃত ১২ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত এবং পাঁচজন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালটিতে বর্তমানে এখন করোনা ইউনিটে ভর্তি রয়েছেন রাজশাহীর ১৪২ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১১১, নওগাঁর ১৫ নাটোরের ১৫, পাবনার ৩, কুষ্টিয়ার ৩ ও চুয়াডাংগার ১ জন চিকিৎসা নিচ্ছেন করোনার।

রামেক হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত ২৪ ঘণ্টায়। তবে করোনা চিকিৎসায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন। এছাড়া আইসিইউ বেড বৃদ্ধির বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2