avertisements 2

বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রাঘাতে কলেজছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জুন,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৪৯ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

রাজশাহী নগরীতে আষাঢ়ের বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রাঘাতে সাহাবুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে নগরীর হেতমখাঁ এলাকায় একটি ছাত্রাবাসের ছাদে এ ঘটনা ঘটে। 

সাহাবুল ইসলাম (২৭) রাজশাহী কলেজের মাস্টার্স শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরীতে ‘রাতের মায়া’ ছাত্রাবাসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। সাহাবুলের বাড়ি মোহনপুর উপজেলায়।

সাহাবুলের রুমমেটদের বরাত দিয়ে ওই ছাত্রাবাসের মালিক মো. আমিন বলেন, ‘বিকালে বৃষ্টি শুরু হলে সাহাবুল দোতলা ছাত্রাবাসের ছাদে বৃষ্টির গোসল করতে যান। এ সময় বজ্রাঘাত হলে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার শুনে ছাত্রাবাসের ছাত্ররা দৌড়ে ছাদে এসে সাহাবুলকে পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল সাহাবুলকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2