avertisements 2

ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে আটক ২

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মে,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৫০ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রুপ খুলে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র পাঠিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (৭ মে) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (৬ মে) রাতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার ছোট বঙ্গেশ্বরপুর গ্রামের আবদুস শুকুরের ছেলে হাসিব (২০) ও নরশিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হামিদুর রহমান শান্ত (২০)।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের দুই সদস্য হাসিব ও শান্তকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি, ব্যবহৃত মোবাইল ও বিকাশ থেকে উত্তোলনকৃত ২৭ হাজার টাকা জব্দ করা হয়। চক্রের অপর সদস্যদের ধরতে অভিযান চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2