ব্যারিস্টার সুমনকে 'বাটপার' হিসেবে অভিহিত করল মুক্তিযুদ্ধ মঞ্চ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৪:০৮ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে 'বাটপার' হিসেবে অভিহিত করল মুক্তিযুদ্ধ মঞ্চ।
রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ব্যারিস্টার সুমনকে 'বাটপার' অভিহিত করে বলেন, এ রকম একজন লোক কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পায়? এ সময় সুমনের বার কাউন্সিলের সনদ বাতিলেরও দাবি জানানো হয়।
বক্তারা বলেন, যখন যেখানে আমাদের আত্মশ্লাঘায় আঘাত করা হয় তখনই আমরা দাঁড়িয়ে যাই। বাংলাদেশ স্বাধীন করেছে ১৯৭১ সালে যে মুক্তিযোদ্ধারা তাদের পরিবার ও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সারাদেশব্যাপী প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে কিছু বাটপারের দল। এই বাটপারদের বিভিন্ন সময় চিহ্নিত করে আমরা স্লোগান দিয়েছি রাজপথে।
আপনারা জানেন এখন দেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আছেন। তারপরেও বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেওয়া হয়েছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে রয়েছে জামায়াত-শিবিররা। আমরাও রাজপথে সোচ্চার।
সুমনকে 'বাটপার' হিসেবে অভিহিত করে বলা হয়, অবিলম্বে এই বাটপারকে প্রতিহত করতে হবে। যেখানে পাবেন সেখানে ধোলাই দেবেন। আর বার কাউন্সিলকে বলছি অবিলম্বে এই 'বাটপারের' সনদ বাতিল করতে হবে না হলে আমরা বার কাউন্সিল ঘেরাও করব। যতদিন মুক্তিযুদ্ধ মঞ্চ আছে ততদিন কোনো পাকিস্তানি প্রেতাত্মা এই দেশে জন্ম নিতে পারবে না। আর জন্ম নিলে জয় বাংলা বলেই জন্ম নিতে হবে।
বক্তারা বলেন, এই জয় বাংলা স্লোগান এই দেশের কৃষক শ্রমিক ও সাধারণ মানুষদের উজ্জীবিত করেছিল। আপনারা জানেন ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজারবাগ পুলিশ লাইনসে যখন আক্রমণ হয়েছিল তখন পুলিশ ভাইয়েরা জয় বাংলা স্লোগান দিয়েছিল। আপনারা জানেন দেশের সর্বোচ্চ আদালত জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে। এই বাটপার কি জানে না? বিভিন্ন সময় পত্র-পত্রিকা এটা নিয়ে লিখেছে। যুবলীগকে ধন্যবাদ জানাই এই বাটপারকে দ্রুত বহিষ্কার করেছে।