জাতীয় নাগরিক পার্টি : নতুন দলের নেতৃত্বে আসছেন যারা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৫ | আপডেট: ০২:১০ এএম, ৯ এপ্রিল,
বুধবার,২০২৫

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন মো. নাহিদ ইসলাম। অভ্যুত্থান-পরবর্তী দেশের অন্তর্বর্তী সরকারেও ছাত্রদের মূল প্রতিনিধি ছিলেন তিনি। তার ধীরস্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিতও হয়েছে। এবার সেই নাহিদ আরেকটি ইতিহাসের সামনে। আজ শুক্রবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলেরও প্রধান হচ্ছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের গণঅভ্যুত্থান-পরবর্তী গঠিত হওয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের মধ্যে নাহিদই হতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ। এর আগে তার দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল।
নাহিদকে আহ্বায়ক করে গঠিত হতে যাওয়া নতুন এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি হতে যাচ্ছে বলে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে এটি ইংরেজিতে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’ সংক্ষেপে এনসিপি নামে ঘোষিত হতে পারে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর এই নাম ঠিক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
জানা যায়, তরুণদের রাজনৈতিক দলটির সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়াও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন, যুগ্ম সমন্বয়কারী হিসেবে আব্দুল হান্নান মাসউদ এবং দপ্তর সম্পাদক (যুগ্ম সদস্য সচিব পদমর্যাদা) হিসেবে সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত হয়েছে। তবে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আলোচনায় আছেন চার নারী। তারা হলেন—ডা. তাসনিম জারা, মনিরা শারমিন, নাহিদা সরোয়ার নিভা ও নুসরাত তাবাসসুম। তাদের মধ্য থেকে একজন পাবেন এ দায়িত্ব।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে বড় জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত এ রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে। প্রায় চার লাখ মানুষের পরিকল্পনার কথা জানিয়েছেন এর উদ্যোক্তারা। তবে দায়িত্বশীল সূত্র বলছে, অন্তত দুই লাখ মানুষ এতে উপস্থিত থাকবেন। তার জন্য মেট্রোপলিটন পুলিশকেও জানানো হয়েছে, অনুমতি নেওয়া হয়েছে। দলটির স্লোগান ঠিক না হলেও নাগরিক শক্তি, নাগরিক মুক্তি হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া ইনকিলাব জিন্দাবাদও আলোচনায় রয়েছে।
নাহিদের নেতৃত্বে ছাত্ররা দাঁড়াবে আরেক ইতিহাসের সামনে
তরুণদের নতুন দলের শীর্ষ পদে আরও ৪ জন
জানা যায়, নতুন রাজনৈতিক দলের কার্যনির্বাহী কমিটি ১৫১ সদস্যের হতে পারে। কোর-কমিটি হতে পারে ২৪ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশ থেকে নেতৃত্ব নিয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দলটি। এই দলে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সেক্টরের জনপ্রিয়রা স্থান পাচ্ছেন বলে জানা গেছে। শীর্ষ দশ পদের তিন থেকে চারটিতে থাকছে নারী। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক নারীর অংশগ্রহণ থাকবে এই দলে। জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পোস্টে গতকাল বলা হয়, জুলাইয়ের সাহসী নারীদের আমরা হারাতে দেব না। নতুন রাজনৈতিক দলসহ অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের সামনের কাতারে দেখা যাবে।