৫ই মে শাপলা চত্বর নিয়ে খালেদা জিয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ১২:০৫ পিএম, ১১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৫
![Text](/assets/images/01_1738990137.jpg)
২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের উপর যে নির্মম গণহত্যা চালানো হয়, তার ঠিক আগ মুহূর্তে ফেসবুকে পোস্ট করে সতর্ক করেছিলেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
৫ তারিখের ওই ফেসবুক পোস্টে খালেদা জিয়া লিখেন, শাপলা চত্বর থেকে সরিয়ে নেয়া হচ্ছে সাংবাদিকদের। বিদ্যুৎ বন্ধ করা হয়েছে অনেক আগে। তথ্য জগত থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সমাবেশেস্থল। গণহত্যার মঞ্চ কি তাহলে প্রস্তুত? এখন খালি হত্যাকারীদের নামার পালা? আওয়াজ তুলুন, সবাইকে জানান।
২০১৩ সালের ৫ মে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার শাপলা চত্বরে একটি সমাবেশের আয়োজন করে। তারা ১৩ দফা দাবি নিয়ে এই সমাবেশ করে, যার মধ্যে ইসলাম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন, নাস্তিক ব্লগারদের শাস্তি, এবং নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবি ছিল। সমাবেশটি প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও, সন্ধ্যার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশস্থল খালি করার জন্য অভিযান শুরু করে। এই অভিযানে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা অংশ নেয়।
অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। সরকারি সূত্র মতে, এই অভিযানে ১১ জন নিহত হয়। তবে, হেফাজতে ইসলাম এবং অন্যান্য সূত্র দাবি করে যে নিহতের সংখ্যা আরও বেশি ছিল। এই ঘটনার পর থেকে এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার তদন্ত এবং জবাবদিহিতার দাবি জানিয়েছে।