‘এক বক্তব্যে গদি শেষ, এক লাইভে বাড়ি শেষ’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০৭:০৭ এএম, ২৫ অক্টোবর,শনিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
বিএনপি নেত্রী স্ট্যাটাসে লেখেছেন, “এক বক্তব্যে গদি শেষ, এক লাইভে বাড়ি শেষ...”
তার এই মন্তব্য রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। অনেকে মনে করছেন, এটি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং জুলাই আন্দোলনের প্রতিফলন।
তবে স্ট্যাটাসটির উদ্দেশ্য সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় ছাত্রদেরকে রাজাকারের নাতীপুতি বলে মন্তব্য করেছিলেন তৎকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর এক পর্যায়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা।
পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে বসে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আর ৫ই ফেব্রুয়ারি ছিল তার পতনের ৬ মাস পূর্তি। সেই দিনটিতে তিনি লাইভে আসার ঘোষণা দিলেন।
এই ঘোষণায় গোটা ছাত্র সমাজ ও সচেতন মানুষ আরও ক্ষিপ্ত হলেন। তারাও ডাক দিলেন ফ্যাসিস্টদের চিরতরে উৎখাতের। যার ফলশ্রুতিতে বুধবার রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ও সুধাসদনে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান
অনেক উপদেষ্টা আখের গুছিয়েছে সেফ এক্সিটের বিষয়ে ভাবছেন: নাহিদ
শহীদ জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের তোপের মুখে ডা. সাবরিনা
অক্টোবরেই নির্বাচনের একক প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায় বিএনপি





