জালাল উদ্দিন আহমেদ
মুক্তিযুদ্ধঃ খন্ডিত চেতনা(১০)
প্রকাশ: ১২:০০ এএম, ২০ আগস্ট,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২৩ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
পুর্ব প্রকাশের পর……
(১০)
এবার দেশে রাষ্ট্র ব্যবস্থায় এক নতুন তেলেসমাতি শুরু হয়। সুস্থ্য রাজনীতি করানোর ঘোষনা দিয়ে সামরিক সমর্থিত কেয়ার টেকার সরকার দেশে তাদের মত করে শুদ্ধি অভিযান শুরু করে। তাদের হাত সে সময় এত লম্বা হয় যে তারা কোন বাছবিচার না করেই যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করা শুরু করে দেয়। ক্ষমতার দন্ডে তারা এতই বেপরোয়া হয় যে, সে সময় তারা দেশের প্রধান দুই নেত্রীকেও জেলে বন্দি করে। জানিনা সেই সামরিক লেবাসের কেয়ার টেকার সরকার ব্যবস্থাটি বর্তমানের প্রচলিত তথাকথিত গনতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রথম কালির আঁচড় কিনা! তবে কোথাও না কোথায় এর একটা যোগসূত্র ছিল বলে বাজারে একটা শ্রুতি আছে৷ ব্যবসায়ী আমলা শিক্ষক সাংবাদিক রাজনীতিবিদসহ সমাজে এমন কোন পেশার মানুষ ছিলনা যে সে সময় হয়রানীর শিকার বা গ্রেফতার হন নি। এই সুযোগে রাজনীতির কিছু আগাছা বিশুদ্ধ রাজনীতি করার নামে সামরিক সমর্থিত সরকারের কাছ থেকে মোটা টাকা বাগিয়ে নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে। তৎসময়ের সামরিক বাহিনী প্রধান কেয়ার টেকার সরকারের ছত্রছায়ায় বিভিন্ন সভা সমাবেশে বিজ্ঞ রাজনীতিকের ভূমিকায় বক্তৃতা বিবৃতি দিতে থাকেন। সে সময় রাজনীতির কাল টাকার মালিক, অসাধু ব্যবসায়ীদের অবৈধ সম্পদ এবং সামরিক সমর্থিত সরকারের সাঙ্গ পাঙ্গদের হাতের সম্পদ ও টাকা পয়সা হালাল করার মানসে সবাই একিযোগে স্থাবর সম্পদ সংগ্রহে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাদের কাছে থাকা কাল টাকা হালাল করার নামে তারা স্বনামে বেনামে ঢাকাসহ সারা দেশে জমি জিরাত বাড়িঘর কিনতে শুর করে। চারিদিকে জমি জিরাত ও বাড়িঘর কেনার হিড়িক পড়ে যায়। ফলে জমি জায়গার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। সাধারন মানুষ রাজনীতির এহেন বেনিয়া বৃত্তি দেখে অবাক না হয়ে পারে নি সে সময়। কেয়ার টেকারের এসব অবিমৃষ্যকারী কর্মযজ্ঞের ফলে সে সময়ের দু'বছরে (যা তিন মাসের বেশী হওয়ার কথা ছিল না) সমাজ থেকে মধ্যবিত্ত শ্রেনী উচ্ছেদের স্টীম রোলার ভালভাবেই চলেছিল বলে ধারনা করা যায়। আর রাজনীতিতে মাথা মেরামতের বদলে তারা মাথা কেটে ফেলারও উদ্যোগ নিয়েছিলেন। অবশ্য বাংলার মানুষ এই অপশক্তির দূরভিসন্ধি খুব তাড়াতাড়ি বুঝতে পারায় শাসক গোষ্ঠী তাদের সেই পরিকল্পনা থেকে হটে যায়।
রাজনীতির পোড় খাওয়া অখন্ড চেতনার শিবির আধা সামরিক এই কেয়ার টেকারের দুরভিসন্ধি বুঝতে পেরে তারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সাধারন জনগনের কাছে যাওয়া শুরু করে। তারা মুক্তিযিদ্ধের মূল চেতনার সনদ নিয়ে মানুষের দরজায় কড়া নাড়ে। পাশাপাশি দেশের মোট ভোটারের পঞ্চাশ শতাংশই যেখানে নতুন প্রজন্মের, সেক্ষেত্রে ওই তরুন যুবাদের তারা ভালভাবে গনতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত অর্থ বুঝাতে সক্ষম হয়েছিল। তাছাড়া বঙ্গবন্ধু কন্যার তেজদীপ্ত নেতৃত্ত্ব নতুন প্রজন্মের কাছে বেশ সাড়া জাগিয়েছিল। মুক্তিযুদ্ধের নেতৃত্ত্ব দেয়া অখন্ড চেতনার দলট বাম দলগুলিসহ ছোট ছোট আরো তেরটি দল নিয়ে নির্বাচনী জোট গঠন করে। আর ক্ষমতার ঘোরে ঘুরপাক খাওয়া খন্ডিত চেতনার দলটি স্বাধীনতা বিরোধী দলটির মোহ ছাড়তে না পেরে তাদের পূর্ববর্তী জোটেই সীমাবদ্ধ রয়ে যায়। এবার এই সুযোগটি বেশ ভালভাবেই কাজে লাগিয়েছিল মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকা অখন্ড চেতনার দল ও তার জোট। তাছাড়া তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দিকটি ভালভাবে বুঝাতে তারা বেশ আঁটঘাট বেঁধে মাঠে নেমেছিল। স্বাধীনতা বিরোধী দলটির সঙ্গে গাঁটছড়া বাঁধা এবং বিগত পাঁচ বছরে তাদেরকে সরকারীভাবে ক্ষমতার অংশীদার করার ফলে জনমনে নেতিবাচক একটা প্রভাব আগে থেকেই জমাট বেঁধেছিল। সে সুযোগটা এবার অখন্ড চেতনার দলটি ভালভাবেই নেয়ার চেষ্টা করেছিল। তারা খন্ডিত চেতনার দলিটিকে এবার সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসাবে আখ্যায়িত করতেও কুন্ঠিত হোল না। বুদ্ধজীবি মহলও দেশের এই অপ্রীতিকর অবস্থান নিরসনে খন্ডিত চেতনার দলটিকে একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী ও মানবতা বিরোধ অপরাধে জর্জরিত দলটাকে রাজনৈতিকভাবে পরিহার করার জন্য আহবান জানান। ওদিকে দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খন্ডিত চেতনার দলটিকে এসব নেতিবাচক কর্মধারা পরিহার করার অনুরোধসহ মূলধারার রাজনীতির স্বপক্ষে বক্তব্য প্রচারিত হতে থাকে। সামরিক সমর্থিত কেয়ার টেকার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
অখন্ড চেতনার দল ও তার জোট নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। এই নিরঙ্কুশতার ক্ষমতাবলে এবার অখন্ড চেতনার দলটি তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য যা যা করার দরকার সেসব কাজগুলি করার জন্য মনোযোগী হয়। অনেক জীবনের বিনিময়ে সাধারন নির্বাচনের জন্য সৃষ্ট কেয়ার টেকার বা তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধান থেকে বিলুপ্ত করে দেয়া হয়। এখান থেকেই আবার জট পাকা শুরু হয়। সবকিছু অনুকূলে থাকায় অখন্ড চেতনার দলটি ক্ষমতার দন্ডে বেপরোয়া হয়ে উঠে। তারা দেশের প্রথম সারির মুক্তিযোদ্ধাদের মাধ্যমে গঠিত গনতান্ত্রিক দলটিকে রাজাকার আল বদরের দোসর, এমনকি মহান মুক্তি যোদ্ধাদেরকে রাজাকার ও পাকিস্তানী দালাল আখ্যা দিতেও কসুর করছে না।
( চলমান……………)