![Text](/assets/images/1598936463.jpg)
জালাল উদ্দিন আহমেদ
ফাগুনের মলাট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ ফেব্রুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ০৩:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৫
![Text](/assets/images/Jalla Uddin Ahmed_1739157523.jpg)
সুন্দর এই টাইটেলটি টিভি পর্দায় ভেসে উঠতে মনটা চনমন করে উঠলো। একুশের বইমেলা নিয়ে আলোচনায় নতুন মলাটের খোঁজেই এই অনুষ্ঠানের আয়োজন। কোন এক বেসরকারী টেলিভিশনের এই আয়োজনের হেডলাইন ছিল এটি। এত সুন্দর ও হৃদয়স্পর্শী অনুষ্ঠানের টাইটেলটি দেখেই চুম্বক স্পর্শে তা ছোঁ মেরে লুফে আমার এই আর্টিক্যালের হেডলাইন বানিয়ে ফেললাম। এসব নিয়ে কিছু লেখার অভিপ্রায়ে এগোনোর চেষ্টা। কতটুকু দিতে পারবো জানিনা। বই, বই ছাপানো এবং বই পড়া না পড়া ইত্যাদি নিয়েই যতসব উদ্ভট কথাবার্তা। আশা করি ব্যতিক্রমী এ আলোচনা ভাল লাগায় সমৃদ্ধ হবে।
আজকাল অনলাইন ও গুগলের দৌরাত্ম্য এত বেড়ে গেছে যে মানুষ জনের ঘরে বই খাতা এমনকি কলম পেন্সিলও পাওয়া দুস্কর হয়ে পড়েছে। রাস্তার ফেরিওয়ালা যখন কাগজ কাগজ বলে আওয়াজ দেয় তখন বারান্দায় দাঁড়িয়ে যা দেখি তা হতাশ হওয়া ছাড়া আর কিইই বা বলা যায়। তিন চাকার ভ্যানগাড়ি বা মাথায় ঝুড়ি নিয়ে চলমান ওসব ফেরিওয়ালাদের ঝুড়ি আর ভ্যানে পুরনো বইখাতা বা খবরের কাগজের বদলে প্লাস্টিকের ভাঙ্গা চেয়ার আলনা আর গাদি গাদি প্লাস্টিকের পানির বোতল ছাড়া কিছু দেখা যায়না। মাঝে মাঝে মনে হয় ওদের বকা দিয়ে বলি, ‘'তোমরা কাগজ কাগজ বলে চিৎকার করছো কেন? প্লাস্টিক ভাঙ্গাড়ি ইত্যাদি বলেও তো আওয়াজ দিতে পার।” ইদানীং অবশ্য হানিফ সংকেতের “ইত্যাদির” ভবিষ্যত নির্দেশনার সেই মোবাইল কমপিউটর মনিটর ইত্যাদি কেনা-কাটার ফেরিওয়ালাও সৃষ্টি হয়েছে। অর্থাৎ বই পুস্তক পত্রিকা এখন আর মধ্যবিত্তের ঘরে ঢুকেনা। ঢুকলে নিশ্চয় বের হোত। এজনই সম্ভবতঃ আজকাল মুদির দোকানে ঠোঙ্গার বদলে ভ্যারাইটি সাইজের প্লাস্টিকের রংবেরঙের ব্যাগ ব্যবহার হয়। যদিও কদাচিত কাগজের ঠোঙ্গা মেলে তাও সেটা বোর্ডের চুরি করে বিক্রী করা পরীক্ষার খাতা দিয়ে তৈরী।
এসব বাস্তবতায় আমাদের চলমান দিনগুলি এখন হাতের মুঠোয় থাকা এন্ড্রয়েড বা আই ফোন দিয়েই চলে যাচ্ছে। কোন এক সমীক্ষায় দেখেছিলাম বলে মনে পড়ে যে তৃতীয় বিশ্বের বি এবং সি ক্যটাগরির মানুষের হাতে চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টাই হাতের সেটটি সচল থাকে। বি অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত এবং সি অর্থ মধ্যবিত্ত। ডি অর্থাৎ নিম্ন মধ্যবিত্তের অবস্থা আরও নীচের দিকে। তাদের মোবাইল সম্পৃক্ততা বার ঘন্টা। তাহলে মলাট বাঁধা বইয়ের চাহিদা বা কদর সত্যিই কি আমাদের আছে! হাঁ আছে! তবে সেসব পড়ে দেখার সময় বা ধৈর্য্য আমরা রাখি কি না সেটাই বড় প্রশ্ন। হয়তো পরম্পরা ও ঐতিহ্যের খাতিরে খুব হাউস (উচ্চাশা) করে বইমেলায় গিয়ে এক বান্ডিল বই কিনে আনা হোল। বাসায় এনে বিবি বাচ্চাদের ক্যাটাগোরিক্যালি তা বিলিও করা গেল। কিন্তু আস্তেধীরে সেসব মূল্যবান বই বৈঠখানায় সাজানো বিশাল ওই চকমকে বইয়ের আলমারিতে ঠাঁই পেল। শোভাবর্ধন হোল বটে, কিন্তু মাস দু'মাস পর পর কাজের ছেলেটার ঝাড়া পুছা ছাড়া আর কাউরি কি হাত লাগে ওসব বইয়ের মলাটে?
নিজের কথা চিন্তা করে এর সারবত্তা প্রমানে চেষ্টা করে দেখলাম, বিগত চল্লিশ বছরে পছন্দ অপছন্দের শ'দুয়েক বই আমার সাধের আলমারিতে সাজিয়েছি। এমনকি পরবর্তী প্রজন্মের চিন্তায় বাংলা ইংরাজী আরবীর ছয় সাতটা অভিধান, হালের ক্রেজ হুমায়ুন আহমেদের উপন্যাস গ্রন্থও আছে সেখানে। রয়েছে ম্যানেজমেন্ট সংক্রান্ত দুর্লভ টেক্সট বুক। আর শাশ্বত চাহিদার রবীন্দ্র নজরুলসহ বিংশ শতাব্দীর পছন্দের কবি সাহিত্যিকদের বই পুস্তক। ইসলামী চিন্তাধারার বেশ কিছু সংগ্রহ। আছে ইতিহাস ঐতিহ্যের কিছু দুর্লভ বই। নিজের কর্মজীবনের কিছু স্টাডি রিপোর্ট এবং পত্রিকা ম্যাগাজিন সবকিছুই অযত্নে বুকসেল্ফ মার্কা আলমারীতে শোভা বর্ধন করে ধুলোবালি খাচ্ছে। অবচেতন মনে দেখছিলাম আর ভাবি ‘'কি চমৎকার দেখা গেল’’র সাজানো বুক সেল্ফটা শুধুমাত্র আমার চোখ আর হাতের স্পর্শেই ধন্য। আমার দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কাছে ওসব ‘'unwanted এবং useless’। হয়তোবা আমার অবর্তমানে কোন এক মধ্যাহ্নে এসবের সৎকার করার জন্য মাথায় ঝুড়িওয়ালা “ কাগজ কাগজ” হাঁকানো ফেরিওয়ালাদের ডাক পড়বে। আর ড্রয়িং রূমে “আমার ব্যবহারের ছড়ি আলমারী আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায়না” গানটি উচ্চ ভলিয়্যুমে বাজতে থাকবে।
হতাশা আছে। কিন্তু আলো দেখানোর দিশাও আছে অনেক। এই যে বইমেলা বইমেলা করে বছরের শুরু থেকে প্রস্তুতির আয়োজন, ঘটা করে ফেব্রুয়ারীর প্রথম দিনে দেশের জ্ঞানী গুনীদের কালো বস্ত্র পরিধান পূর্বক মঞ্চ আয়োজনে একুশের স্মরনে মাসব্যাপী বইমেলা ও কবিতা উৎসবের মহোৎসব, সবই তো কবিতা, সাহিত্য, উপন্যাস ও বাংলা সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধের উপলক্ষ্য। বাংলার প্রথিতযশা কবি সাহিত্যিক বুদ্ধিজীবি ছাড়াও এই মাসে যেন গোটা বাংলার আমলা কামলা পেশাজীবি সকলেই লেখক কবি সাহত্যিক হওয়ার রেসে নেমে পড়েন। পত্র পত্রিকার ক্ল্যাসিফাইয়েড পাতাগুলি খুললেই এর সারবত্তা খুঁজে পাওয়া যায়। অর্থাৎ চর্চাটা আছে। এবং ফেব্রুয়ারী এলেই এসবের ব্যতিব্যস্ততা বেশ আলোড়ন তুলে। বলা যায় বাঙালীয়ানার ক্রেজ বরাবরই বাঙালীময়। শত শত গল্প উপন্যাস ও কবিতার বই নতুন নতুন মলাটে মোড়কবদ্ধ হচ্ছে। ফেব্রুয়ারী বা বলা চলে শুধুমাত্র ফাগুন মাসেই কয়েক হাজার নতুন বই মলাটবদ্ধ হয়ে আমাদের বাংলা গদ্য ও পদ্য জগতেকে সমৃদ্ধ করছে। কতটুকু সমৃদ্ধ হচ্ছে সেটা অনুসন্ধানী ও সমালোচকরাই বলতে পারবেন। তবে বাধাহীন এই গড্ডালিকায় কিছু তো সৃষ্টি হচ্ছে! সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পৃষ্টপোষকতায় এর শ্রীবৃদ্ধির মানসে কতটুকু শ্রম দেয়া হচ্ছে সেটাই প্রশ্ন। মৌলিক ভাবচিন্তায় বাংলা ভাষা সাহিত্য ও এর ইতিহাস ঐতিহ্য সমুন্নত করার ক্ষেত্রে গবেষকরা কতটুকু সচেতন এবং তার পৃষ্ঠপোষকতায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আদৌও কার্যকরী কি না সেটা নিয়েই ভাববার সময় এসেছে।
শ্রদ্ধেয় শিক্ষক সলিমুল্লাহ খান কিংবা বিশ্বসাহিত্য কেন্দ্রের শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ এই বই, বই পড়া এবং বিদ্যাচর্চা ইত্যাদি নিয়ে বাঙালী সমাজে বেশ জনপ্রিয় মুখ। ফাগুনের নতুন মলাটে তাদের কার্যকরী উপস্থিতি এবং মূল্যবান দিক নির্দেশনায় বাংলার এই নতুন মলাটের পুস্তক শিল্প সমৃদ্ধ হোক । পাশাপাশি অগ্রনী লেখক সাহিত্যিকদের সরব ও স্বতঃস্ফুর্ত আনাগোনায় বাংলা ভাষা-সাহিত্য আপন গৌরবে প্রস্ফুটিত হোক এই কামনা করি।
![তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই ঘিরে উত্তেজনা বইমেলায়](/assets/images/book-2502110241_1_1739249050.jpg)
তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই ঘিরে উত্তেজনা বইমেলায়
![স্যালুট না দেওয়ায় রাস্তায় আদালত বসিয়ে শাস্তি দিতেন বিচারপতি মানিক](/assets/images/22169_1739202115.gif)
স্যালুট না দেওয়ায় রাস্তায় আদালত বসিয়ে শাস্তি দিতেন বিচারপতি মানিক
![গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একজোট আরব বিশ্ব](/assets/images/compressed_1739198578484_1_1739200544.jpeg)
গাজা ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে একজোট আরব বিশ্ব
![পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল](/assets/images/42f920fedce07299ae2c1a92361f88e0_1739196807.png)
পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল
![লিবিয়ায় দুই গণকবর থেকে অর্ধশত অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার](/assets/images/untitled-5-1739152650_1739184231.jpg)
লিবিয়ায় দুই গণকবর থেকে অর্ধশত অভিবাসী-শরণার্থীর মরদেহ উদ্ধার
![৩২ নম্বরে সিআইডির টিম, মিলেছে ‘হাড়গোড়’ আলামত](/assets/images/10-2502100600_1739171424.jpg)
৩২ নম্বরে সিআইডির টিম, মিলেছে ‘হাড়গোড়’ আলামত
![২০২৩-২৪ অর্থবছর: চার বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি](/assets/images/1_1739157975.jpg)
২০২৩-২৪ অর্থবছর: চার বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি
![ফাগুনের মলাট](/assets/images/Jalla Uddin Ahmed_1739157523.jpg)
ফাগুনের মলাট
![হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব](/assets/images/1_1739155589.jpg)
হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব
![মোদীর সকল শর্তই প্রত্যাখান করলো বাংলাদেশ!](/assets/images/2_1739155334.jpg)
মোদীর সকল শর্তই প্রত্যাখান করলো বাংলাদেশ!
![পুলিশকে ফের অস্থির করার পাঁয়তারা বেনজীরের, বিচারের দাবি](/assets/images/desh_1739153473.jpg)
পুলিশকে ফের অস্থির করার পাঁয়তারা বেনজীরের, বিচারের দাবি
![বাংলাদেশের পাঠ্যবইয়ের তথ্য এবং মানচিত্র নিয়ে চীনের আপত্তি](/assets/images/13-1739032244_1_1739107903.jpg)
বাংলাদেশের পাঠ্যবইয়ের তথ্য এবং মানচিত্র নিয়ে চীনের আপত্তি
![গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি](/assets/images/1_1739070805.jpg)
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি
![সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক](/assets/images/1_1739068773.jpg)
সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক
![হঠাৎ ট্রাম্পকে যে কারণে খনিজ সম্পদের ‘টোপ’ দিলেন জেলেনস্কি](/assets/images/1_1739069511.jpg)
হঠাৎ ট্রাম্পকে যে কারণে খনিজ সম্পদের ‘টোপ’ দিলেন জেলেনস্কি
![দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!](/assets/images/bangla katha .com bd_1650098677.jpg)
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
![গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!](/assets/images/bangla katha .com bd_1649997899.jpg)
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
![কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক](/assets/images/bangla katha .com bd_1650205682.jpg)
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
![সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু](/assets/images/two bd_1605958953.jpg)
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
![সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন](/assets/images/sabah Hafiz_1602766109.jpg)
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
![অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ](/assets/images/ ইমাম_1598876532.jpg)
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
![অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা](/assets/images/momena_soma_1605858136.jpg)
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
![কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার](/assets/images/a1c473e6b5c398a96bcc5d004c5468ac_1611105552.webp)
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
![মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার](/assets/images/kiswer_1624712790.jpg)
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
![হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার](/assets/images/bangla katha_1618375206.jpg)
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
![খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি](/assets/images/bangla katha_1631936633.jpg)
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
![মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু](/assets/images/two bd_1613145761.jpg)
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু
![কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু](/assets/images/rajib_1607226678.jpg)
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
![হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক](/assets/images/bangla katha .com bd_1652623456.jpg)
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
![‘পারসন অব দ্য ইয়ারে’ ভূষিত হলেন বসুন্ধরা এমডি](/assets/images/bangla katha .com bd_1649865368.jpg)