avertisements 2

জুতা কেনার খরচ বাঁচাতে, পায়ে এঁকেছেন জুতার ট্যাটু  

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ এএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

ছবি: সংগৃহীত

জুতার পেছনে অর্থ ব্যয় কমাতে অদ্ভুত কাজ করেছেন এক ব্যক্তি। পায়ে এঁকেছেন জুতার ট্যাটু। সেই ব্যক্তির পা প্রথম দেখে কেউ মনে করবেন, তিনি হয়তো জুতাই পায়ে দিয়ে আছেন। কিন্তু আদলে পায়ে এঁকেছেন ট্যাটু। এই ঘটনা যুক্তরাজ্যের। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার-ভিত্তিক দক্ষিণ আফ্রিকান ট্যাটু শিল্পী ডিন গুন্থার ইনস্টাগ্রামে সম্প্রতি তার কাছে ওই ব্যক্তির পায়ে জুতার ট্যাটু করে নেওয়ার ভিডিও শেয়ার করেছেন। এ নিয়ে এই ট্যাটু শিল্পী বলেন, ওই ব্যক্তি সম্প্রতি নিজের পছন্দের নাইকির ট্রেইনার জুতার ট্যাটুর নকশা করাতে তার কাছে আসেন। 

গুন্থার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'ওই ব্যক্তি কয়েক মাস পরপর নতুন জুতা কেনার অর্থ পরিশোধ করতে ক্লান্ত। আর এই কারণে নিজের প্রিয় নাইকির জুতা সারাজীবনের জন্য পায়ে ট্যাটু করিয়ে নেন।' 

এমন পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ইনস্টাগ্রামে দেওয়ার কিছুক্ষণের মধ্যে প্রায় এক লাখ মানুষ দেখেছেন। অনেকে এর প্রশংসা করেছেন। আবার অনেকে অস্বস্তি প্রকাশ করেছেন। 

এক ব্যবহারী লেখেন, তার জুতায় এক মাইল হাঁটতে চাই না। আবার কেউ লেখেন, আপনার ট্যাটু দুর্দান্ত তবে এগুলো অভিশপ্ত। ওই ব্যক্তির পায়ে জুতোর ট্যাটুর নকশা করতে গুন্থারের সময় লেগেছে প্রায় ২ ঘণ্টা। পরে দুই পায়ে ট্যাটুর পুরো কাজ সম্পন্ন করতে আরও ৮ ঘণ্টা সময়ের দরকার হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2