avertisements 2

শখের রোলেক্স ঘড়িটি হারানোর ৫০ বছর যেভাবে ফিরে পেলেন কৃষক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১১:২২ এএম, ১৮ অক্টোবর,শুক্রবার,২০২৪

Text

হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে আমাদের সবারই বেশ আনন্দ হয়। কিন্তু ৫০ বছর আগে হারিয়ে যাওয়া সাধের কোনো বস্তু খুঁজে পেলে কেমন হয় ? ৯৫  বছর বয়সী বৃটেনের ওসওয়েস্ট্রির একজন কৃষক এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। পাঁচ দশক আগে হারিয়ে যাওয়া রোলেক্স ঘড়ি ফিরে পেয়ে আনন্দে আত্মহারা জেমস স্টিল। তিনি বলেন, সাতের দশকের শুরুতে তিনি ঘড়িটি হারিয়ে ফেলেন। তার অনুমান, খুব সম্ভবত গরুকে খাস খাওয়ানোর সময় ঘটনাটি ঘটেছিল। ঘাসের সঙ্গে ঘড়িটি খেয়ে ফেলে গরুটি। রোলেক্স ঘড়িটি হারিয়ে মুষড়ে পড়েছিলেন পেশায় কৃষক জেমস। অনেক খোঁজাখুঁজি করেছিলেন। কিন্তু, কোথাও পাননি। একসময় সেই ঘড়ি ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন।

কিন্তু, ৫০ বছর পর আচমকা সেই ঘড়ি ফিরে পেলেন। জেমসের ছেলে একজন মেটাল ডিটেক্টরকে তাদের জমিতে পুরনো কয়েন খোঁজার কাজে লাগিয়েছিলেন। তিনিই হারানো রোলেক্স ঘড়িটি খুঁজে বের করেন। ৫০ বছর পর হারানো ঘড়ি ফিরে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন জেমস। 

বলছেন, আমি বেশ উচ্ছসিত ছিলাম কারণ কখনই ভাবিনি যে ঘড়িটিকে আবার দেখতে পাবো। ঘড়িটির কিছু অংশ নষ্ট হয়ে গেলেও কয়েক দশক পরেও এতে মরচে পড়েনি। 

জেমস  মেটাল ডিটেক্টরিস্টের প্রশংসায় উচ্ছ্বসিত ছিলেন যিনি হারিয়ে যাওয়া টাইমপিসটি আবিষ্কার করেছিলেন। ঘড়িটি সারালে আবার কাজে দেবে। কিন্তু, তার জন্য খরচ অনেক পড়বে। তাই, ঘড়িটি নিজের কাছে রেখেই খুশি থাকতে চান জেমস। তিনি  তার জমিতে সম্ভাব্য আবিষ্কার সম্পর্কে আশাবাদী, মেটাল ডিটেক্টরকে অনুসন্ধান চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন। জেমসের ঘড়ি ফিরে পাবার ঘটনা থেকে একটি শিক্ষা নেয়া যায় , কোনো জিনিস হারালে আশা ছাড়বেন না।

সূত্র :  ইকোনোমিক টাইমস
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2