avertisements 2

শোয়েবের নাম ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নিলেন সানিয়া মির্জা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ মার্চ,সোমবার,২০২৪ | আপডেট: ০১:১৬ পিএম, ১২ জুলাই,শুক্রবার,২০২৪

Text

সানিয়া মির্জা

কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জার হাত ছেড়ে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের হাত ধরেছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক।

সম্প্রতি ইনস্টাগ্রামে সানা জাভেদের সঙ্গে বিয়ের ছবিও পোস্ট করেন শোয়েব। এরপরই তাদের নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।

এবার সানিয়া মির্জা তার ইনস্টাগ্রামের বায়ো থেকে শোয়েব মালিকের নাম সরিয়ে নিলেন। সেখানে দেখা যায়, দম্পতি (স্পাউস) হিসেবে আর শোয়েব মালিকের নাম নেই। তবে সেখানে অবশ্য সানিয়ার বাবা-মা, ভাইবোনের পরিচয় ও পেশাগত পরিচয় আছে। তবে শোয়েবের নাম সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইনস্টাগ্রামের সানিয়া মির্জার পরিচয়েও শোয়েবের নাম পাওয়া যায়নি।

এর আগে শোয়েব মালিক সানার সঙ্গে ছবি প্রকাশ করার পর সানিয়ার বাবা জানিয়েছেন, শোয়েবের কাছ থেকে খুলা তালাক নিয়েছেন সানিয়া মির্জা। 

পাকিস্তানের গণমাধ্যম বলছে, সানিয়া মির্জার সঙ্গে বিয়েবন্ধনে থাকাবস্থায়ও সানার সঙ্গে টানা তিন বছর পরকীয়ায় লিপ্ত ছিলেন শোয়েব মালিক।

সানিয়া মির্জা ও তার পরিবার এমনকি মালিকের পরিবারও গত বছর সানার সঙ্গে শোয়েবের প্রেমের বিষয়টি জানতে পারেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও মালিক কারও কথা শোনেননি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2