মাছ চুরির দায়ে বিড়াল গ্রেপ্তার!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ নভেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০১:৩১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিড়াল গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইলার হওয়া এক বিড়ালের ছবি নিয়ে হইচই শুরু হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে একটি মাছ বাজার থেকে এক বিড়ার দুই হাতে মাছ ধরে দৌড়াচ্ছে। পেছনে দোকানদার তাড়া করেছে।
এরপর অন্য এক ছবিতে দেখা যাচ্ছে, সেই বিড়ালকে পুলিশ গ্রেপ্তার করেছে। মূলত এই ছবিগুলো এইআই জেনারেটেড কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ ব্যবহার করে বানানো হয়ছে।
প্রতিনিয়রত প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়।কিছু কিছু প্রযুক্তির উত্কর্ষ মানুষের কল্পনাকেও ছাপিয়ে গেছে। প্রতি দশকেই মানুষের প্রাযুক্তিক উন্নয়ন বিস্ময় সৃষ্টি করছে।
এরমাধে অন্যতম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ সবচেয়ে বিপ্লবী প্রযুক্তিগুলির মধ্যে একটি। যা দিয়ে যে কেউ সহজে এই প্রযুক্তি ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবন করতে পারে।
এআই সিস্টেমগুলি নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য অ্যালগরিদম এবং পরিসংখ্যানগত মডেলের একটি সেটের উপর নির্ভর করে। এই অ্যালগরিদমগুলি অতিবৃহৎ ডেটাসেট থেকে বিশ্লেষণ এবং তা থেকে শেখার জন্য ডিজাইন করা হয়েছে, যা এআই সিস্টেমকে অনুরুপ প্যাটার্ন সনাক্ত করতে এবং সেই ডেটার উপর ভিত্তি করে আউটপুট বের করতে সাহায্য করে। সিস্টেমের যত বেশি ডেটা অ্যাক্সেস করা যায়, সঠিক আউটপুট বের করার ক্ষেত্রে এটি তত ভাল হয়।এআই এর মূল উপাদানের মধ্যে একটি হল মেশিন লার্নিং, যা মেশিনকে ডেটা থেকে শেখার জন্য ব্যাবহৃত হয়।