avertisements 2

২০ টনের ক্রেন মাটিতে বসেই টেনে বিশ্ব রেকর্ড!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ অক্টোবর,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:২৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার শক্তিশালী মানব জর্ডান ‘বিগি’ স্টিফেনস নতুন রেকর্ড গড়েছেন। ৩৩ বছর বয়সী এই বডিবিল্ডার মাটিতে বসে দড়ি দিয়ে বাঁধা ২০ টনের ক্রেন ১৬ দশমিক ৪ ফুট টেনে নিয়ে আসেন! গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, শরীরের ওপর অংশ দিয়ে ভারী বাহন টানা ক্যাটাগরিতে এই রেকর্ড গড়েছেন জর্ডান। এ রেকর্ডের শর্ত হলো, সংশ্লিষ্ট প্রতিযোগীকে মাটিতে বসে কোমর থেকে শরীরের উপরের শক্তি দিয়ে গাড়ি টানতে হয়। এ ক্ষেত্রে প্রতিযোগী তার পা দিয়ে কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে পারবেন না। এই বিভাগে প্রতিযোগীকে প্রধানত তার পিঠ এবং বাহু পেশীর উপর নির্ভর করতে হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এই অর্জনের মধ্য দিয়ে জর্ডান কানাডার কেভিন ফাস্টের রেকর্ড ভেঙেছেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের রাস্তায় ১৩ টনের বেশি ওজনের একটি বাস টেনে রেকর্ড গড়েন কেভিন। রেকর্ড গড়ার আগে জর্ডানকে দুটি বড় ইনজুরি থেকে সেরে উঠতে হয়েছিল। ২০১৯ সালে তার বাঁ বাহুর ঊর্ধ্বাংশের মাংসপেশি এবং ২০২১ সালে তার ডান বাহুর একই মাংসপেশিতে টান পড়েছিল। প্রতিবারই তাকে সার্জারি আনুষঙ্গিক চিকিৎসায় ১২ সপ্তাহের বিশ্রামে থাকতে হয়েছে।

গণমাধ্যমগুলো জানায়, ক্রেন টানার এই রেকর্ড গড়ার কয়েক সপ্তাহের মাথায় জর্ডান আবার একই ধরনের সক্ষমতা দেখান।

অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘রয়্যাল অ্যাডিলেড শোতে’ সেই সক্ষমতা দেখিয়ে প্রায় ৪০ হাজার অস্ট্রেলীয় ডলার সংগ্রহ করেন। বাংলাদেশি মুদ্রায় টাকার পরিমাণ ২৮ লাখ টাকার ওপরে। এই সংগ্রহীত টাকা তিনি হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের সহায়তা দানকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্টার লাইট চিলড্রেনস ফাউন্ডেশনকে দান করেন।

এছাড়া, ২১ বছর বয়স থেকে শরীর গঠন (বডি বিল্ডিং) পেশায় আসা জর্ডানের এটাই একমাত্র গিনেস রেকর্ড নয়। ২০২১ সালে ১১ মিনিট ২০ সেকেন্ডে ২০ মিটার হেঁটে ‘ফাস্ট হিউম্যান টাওয়ার ওয়াক’ ক্যাটাগরিতে রেকর্ড গড়েন তিনি। এই ক্যাটাগরিতে হাঁটার সময় জর্ডানের কাঁধে একজন ও ওই ব্যক্তির কাঁধে আরেকজন দাঁড়িয়ে ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2