নিঃসঙ্গ বিবাহিত পুরুষের স্ত্রীর প্রক্সি দিয়ে লাখপতি এই তরুণী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ আগস্ট,
বুধবার,২০২৩ | আপডেট: ০৩:২৫ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

ছবি: সংগৃহীত
তিনি ভালোবাসবেন, সম্মান করবেন এবং মানবেন - যতক্ষণ আপনি অর্থ প্রদান করতে ইচ্ছুক। তিনি একজন ‘সারোগেট স্ত্রী’। স্ত্রীরা যা করে না তাই করেন তিনি।
ব্রাজিলে সাও পাওলোর ২৪ বছর বয়সী তরুণী বাবি পালোমাস হচ্ছে সেই নারী। নিঃসঙ্গ বিবাহিত পুরুষের স্ত্রীর ‘প্রক্সি’ দিয়ে লাখ লাখ টাকা আয় করেন পালোমাস । খবর নিউইয়র্ক পোস্ট।
পালোমাস বলেন, ‘আমি এমন কাজ করি, যা স্ত্রীরা প্রায়ই এড়িয়ে যেতে পছন্দ করেন। যেমন আমি কোনো অভিযোগ না করে একসঙ্গে টেলিভিশনে ফুটবল খেলা দেখি।’
‘সারোগেট স্ত্রী’ ঠিক ‘সারোগেট মা’-এর মতো নন। স্ত্রী থাকলেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক নয়, কেবল মানসিক তৃপ্তি দেওয়ার কাজ করে থাকেন ‘সারোগেট স্ত্রী’। এ ক্ষেত্রে বিবাহিত পুরুষেরা অনলাইনে এমন সঙ্গী খুঁজে তাদের সাহচর্য নেন। এ কাজের জন্য পালোমাস প্রায় ৩২ লাখ ৮৯ হাজার ৫৪২ টাকা (৩০ হাজার মার্কিন ডলার) নেন।
পালোমাস একজন ডিজিটাল ক্রিয়েটর। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি বেশ জনপ্রিয়। প্রায় ১১ লাখ ১ হাজার ফলোয়ার তার। বিবাহিত পুরুষেরা তাদের শুধু মানসিক চাহিদা পূরণের জন্য ১২ বা ২৪ ঘণ্টার জন্য তাকে বুক করে নিতে পারেন।
এ বিষয়ে পালোমাস বলেন, ‘এই সময়ের মধ্যে আমি হয়তো একজনের সঙ্গে নৈশভোজ করি, একসঙ্গে সিনেমা দেখি, অন্যান্য বিষয়ের পাশাপাশি ফুটবল ম্যাচ দেখি।’
‘আমি এর সবটাই করি অনলাইনে। কখনো কোনো পুরুষের বাড়িতে যাইনি।’ যুক্ত করেন তিনি।
পালোমাস বলেন, ‘কথা বলে বুঝতে পেরেছি, অনেক পুরুষ বিবাহিত ও পরিবার থাকার পরও একাকী বোধ করেন।’ এমন পুরুষেরা তার স্বাধীনতার প্রশংসা করেন। জীবনে একটু পরিবর্তনের জন্য খোলামেলা আলোচনা করেন বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী

ইনস্টাগ্রামে ৫২ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের প্রেম, অতঃপর.....

নারীর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে সাড়ে ১২ কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ

৪০ বছর পর জানলেন স্ত্রীর গর্ভে জন্ম নেওয়া ৫ সন্তান তার নয়
