আমার ভাই তোমার ভাই, মাসুদ ভাই মাসুদ ভাই
আরিফুর রহমান খাদেম
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ নভেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৩৯ পিএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
''আমার ভাই তোমার ভাই, মাসুদ ভাই মাসুদ ভাই! মাসুদ ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র।" এ ধরণের শ্লোগান ছোটবেলায় গ্রামে গঞ্জে অনেক শুনতাম। এমনকি কোনো একদিন আমিও নিজের পছন্দের প্রার্থীর পক্ষে এমন আওয়াজের মাধ্যমে এলাকা প্রকম্পিত করেছিলাম। তখন আমরা বুঝে না বুঝে কারো পক্ষে রব তুললেও আজ এমন একজন মানুষের পক্ষে হারিয়ে যাওয়া এ শ্লোগানটি ধ্বনিত করছি যার সাথে বন্ধুত্ব দীর্ঘ প্রায় তিন যুগের। নাম মোহাম্মদ ইব্রাহীম খলিল মাসুদ। বন্ধুত্বের পাশাপাশি আমার কাছে তার সবচেয়ে বড় পরিচয় সে একজন সফল সংগঠক এবং সমাজকর্মী। দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কারো বিপদে আপদে মাসুদের উপস্থিতি লক্ষণীয়। আমার দেখা মতে সে একজন বন্ধুবৎসল এবং রসিক প্রেমিক। দেশি বিদেশি যে কারো সাথেই নিজেকে খাপ খাইয়ে নিতে একেবারে সুনিপুণ।
স্কুল-কলেজ জীবন থেকেই জনাব ইব্রাহীম খলিল বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। প্রেমে পড়েছেন জনসেবায়। এ প্রেম থেমে থাকেনি সুদূর অস্ট্রেলিয়ার ভূমিতেও। আমি ব্যক্তিগত জীবনে বন্ধু হিসেবে যতটুকু কাছে পেয়েছি এর চেয়ে সম্ভবত বেশি দেখেছি একজন সফল সংগঠক এবং জনগণের সেবক হিসেবে। সিডনিতে বহু অনুষ্ঠান এবং মেলার সফল উদ্যোক্তা। বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাধারণ সদস্য থেকে শুরু করে হয়েছেন সাধারণ সম্পাদক। একই সাথে হয়েছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের প্রচার সম্পাদকও। নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সভাপতি। অভিষিক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নির্বাহী সদস্য পদেও। জনপ্রিয় সংগঠন আমরা বাংলাদেশির প্রতিষ্ঠাতা সদস্য পদে এখনও বহাল আছেন।
সম্প্রতি কমিউনিটির ডাকে সাড়া দিয়ে মাসুদ নিজেকে আর গুটিয়ে রাখতে পারেন নি। কমিউনিটির জন্য কাজ করার প্রত্যয়ে বৃহৎ এবং বহুল আলোচিত পরিষদ ক্যাম্বেল্টাউন কাউন্সিলের অধীনে আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন। লড়বেন অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের বিপরীতে 'কমিউনিটি ভয়েস' এর ব্যানারে।
চলুন সকল প্রকার হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে মাসুদের নির্বাচনী এলাকায় নিজে ভোট দিয়ে এবং অন্য বন্ধু-বান্ধবদের মূল্যবান ভোট দিতে উৎসাহিত করার মাধ্যমে যোগ্য প্রার্থী জনাব ইব্রাহীম খলিলকে জয়যুক্ত করি, এবং তার দীর্ঘদিনের মেধা এবং কর্মদক্ষতা আমাদের কল্যাণে কাজে লাগাই। একই সাথে আবারো বজ্রকন্ঠে আওয়াজ তুলি ''আমার ভাই তোমার ভাই, মাসুদ ভাই মাসুদ ভাই! মাসুদ ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র।"
লেখক: বিশ্ববিদ্যালয় শিক্ষক, ফাইন্যান্স প্রফেশনাল এবং সিডনি প্রবাসী লেখক