avertisements 2

সাংবাদিক দেখেই সটকে পড়লেন বুবলী!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:১২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

সাংবাদিকদের আগেই নক দিয়ে রেখেছেন চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকির। শুক্রবার (২৫ নভেম্বর) সাইমন-বুবলীর বিয়ের দৃশ্যের শুটিং হবে; আসবেন। নির্মাতার দাওয়াত পেয়ে উত্তরায় শুটিং বাড়িতে সন্ধ্যায় সাংবাদিক হাজির।

সাংবাদিক এসেছে শুনে শুটিং রুম থেকে বের হয়ে এলেন নির্মাতা জসিম উদ্দিন জাকির। বাসর ঘর তৈরি করে তখন সাইমন সাদিক ও বুবলীর শুটিং হচ্ছিল।

নির্মাতা কুশল বিনিময়ের পর সাংবাদিকদের নিয়ে গিলেন শুটিং রুমে। কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শট দিতে আপত্তি জানালেন রোশান ও বুবলী।

প্রসঙ্গত, কোন দৃশ্যের শুটিং সেখানে হচ্ছিল এ বিষয়ে উপস্থিত সাংবাদিকেরা অবগত ছিলেন না। যদিও রোশান ও বুবলীর আপত্তির কারণে নির্মাতা বারবার দুঃখ প্রকাশ করছিলেন। দরজা বন্ধ করে শুরু হলো দৃশ্যধারণ।

রোশান দৃশ্যধারণ শেষে ঘামে ভেজা বেরিয়ে এলেন। বুবলী বেরিয়ে সোজা মেকআপ রুমে চলে গেলেন। এ সময়ও ক্যামেরা দেখে নিজেকে লুকানোর চেষ্টা করেন হালের বহুল চর্চিত এ নায়িকা।

চিত্রনায়িকা বুবলী খুব দ্রুত সটকে পড়েন। অপরদিকে তার দুই সহকারী চটে যান ক্যামেরাম্যানদের উপর। যদিও রোশান এসে সংবাদকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তখন সাংবাদিকদের জন্য চা-চক্র চলছিল।

রোশানের কাছে জানতে চাওয়া হল- সংবাদকর্মীদের সামনে কেন শট দিতে আপত্তি? রোশান জানান এমনিতেই আমি আনইজি ফিল করি। রোমান্টিক দৃশ্যে আরও বেশি।

রোশানের কথা শুনে অনুমান করা যায় রোমান্টিক দৃশ্যের জন্যই হয়তো এই আপত্তি। এর ফাঁকে সেট রেডি হলো। আবারও ডাক বুবলীর। তিনি মেকআপ রুম থেকে বের হলেন।

এবার তাকে সাক্ষাৎকার দেয়ার জন্য অনুরোধ করা হলে তিনি সরাসরি অপারগতা প্রকাশ করলেন। জানালেন সাক্ষাৎকার দিতে পারবেন না।

কারণ হিসেবে জানালেন সাক্ষাৎকার দিলেই ব্যক্তিগত বিষয় উঠে আসবে। ফলে বুবলীর শুটিং এবং সাক্ষাৎকার না নিয়েই সাংবাদিকদের ফিরতে হল।

সম্প্রতি বুবলীর ‘নাকফুল’ ইস্যুতে সরগরম শোবিজ ইন্ডাস্ট্রি। বুবলী একটি গণমাধ্যমে বলেন, তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বুবলী বেশ কয়েকবার সময় নির্ধারণ করেও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করেননি।

বুবলীর এই আচরণ নিয়ে গণমাধ্যমকর্মীরা চরম অসন্তোষ প্রকাশ করেন। এ নায়িকা বর্তমানে জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2