কলকাতা থেকে ‘সেরা পুরুষ’ সম্মাননা পেলেন হিরো আলম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আলোচিত-সমালোচিত হিরো আলম এবার সম্মাননা পেয়েছেন ওপার বাংলা কলকাতা থেকে। এপারের গণ্ডি পেরিয়ে ওপারেও চরম জনপ্রিয় হয়ে উঠেছেন হিরো আলম। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো, আবৃত্তিসহ অনেক কিছুই করেছেন তিনি।
অনেকে অনেক কথা বললেও থেমে থাকেননি। ছুটেছেন আপন গতিতে। তাই তো আজ হিরো আলমের নাম এখন শুধু দেশেই নয়, দেশের বাইরেও বেশ পরিচিত। তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও লিখেছে এবং কথা বলেছে।
এবার তাকে ‘সেরা পুরুষ’র সম্মাননা দিলো কলকাতা। গত ১৯ নভেম্বর ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে তাকে সম্মাননা দেন পুরুষ অধিকার কর্মীরা। ওই সংগঠনের এক সদস্য সৈকত ভট্টাচার্য জানান, ‘প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। সেই আসল পুরুষ, সেই আসল বিপ্লবী।’
এদিকে ‘সেরা পুরুষ’র সম্মাননা পেয়ে দারুণ খুশি হিরো আলম। তার ভাষ্য, ‘ওপার বাংলায় এমন একটি সম্মাননা পেয়ে বেশ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন।’