avertisements 2

রিয়াজের মাছ ধরা নিয়ে চলছে হাসিঠাট্টা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৩৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

বিশাল আকৃতির কাতল মাছ শিকার করে গতকাল সোমবার খবরের শিরোনাম হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। ঢাকাই সিনেমার এই নায়ক তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সেই ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, বড়শিতে বিশাল আকৃতির একটি কাতল মাছ দুই হাতে শক্ত ধরে আছেন তিনি।

মাছ ধরার আনন্দটা সবার সঙ্গে ভাগ করার জন্য ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বিরল। মাছটি ল্যান্ডিং (পানি থেকে ওপরে তোলা) করানো কঠিন ছিল।

কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। শেষে পানিতে নেমে মিনার ভাই এটাকে অনেক কসরত করে ডাঙায় তোলেন। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল। সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে। কেউ যদি ভিডিও করে থাকেন, ইনবক্স করবেন প্লিজ।’

রিয়াজ লেখেন, ‘সৃষ্টিকর্তাকে জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ তিনা ও আমিরা, রোদে পুড়ে আমাকে সময় দেবার জন্য...। ধন্যবাদ প্রাণের মানুষ মিনার ভাই ও আপনার সকল স্টাফকে...। ধন্যবাদ প্রিমিটিভ ফিশিং বাই আকিব- এর আকিব ভাইকে...। আপনার টোপ ও চার ছাড়া এটা সম্ভব হতো না। আর ওজন? আমি নিজেই বাঁকা হয়ে আছি...।’

কিন্তু তার এই মাছ ধরা নিয়ে নেটদুনিয়ায় চলছে হাসিঠাট্টা। রিয়াজের ফেসবুক ছাড়াও ‘মৎস্য শিকারি’ কেন্দ্রীক গ্রুপগুলোতে যার প্রমাণ মেলে। কেউ আবার বিষয়টি নিয়ে মজার ভিডিও তৈরি করেছেন। বড়শিতে এতো বড় ও ওজনের মাছ ধরা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন।

চিত্রনায়ক রিয়াজের ফেসবুকে প্রকাশিত ছবির মন্তব্যের ঘরে মানিক সরকার নামে একজন লিখেছেন, ‘নায়ক হিসেবে আপনাকে পছন্দ করি। রাজনৈতিক হিসেবে নয়।’ মো. আলি লাকসাম নামে একজন লিখেছেন, ‘আমাগো তৈলাক্ত রিয়াজুদ্দিন মাছটা মনে হয় সিংগাপুরে পাইছে।’

গাজী এম এ হাসেম লিখেছেন, ‘বাংলাদেশে এত বড় মাছ ধরা সম্ভব না কিন্ত সিঙ্গাপুরে হওয়ার কারণে এত বড় মাছ ধরতে পেরেছেন রিয়াজ ভাই।’ আনোয়ার হোসেন লিখেছেন, ‘দেখে মনে হয় ইউরোপের কাতলা মাছ।’

কাজী নাঈম লিখেছেন, ‘বাংলাদেশ যে ইউরোপ-আমেরিকা হয়ে গেছে এটা তারই প্রমাণ। এত বড় কাতল ইউরোপ আমেরিকায়ও নেই।’ -এমন অসংখ্য হাস্যকর মন্তব্য রয়েছে রিয়াজের ফেসবুকেই।

অন্যদিকে, ফেসবুকে মৎস্য শিকারি কেন্দ্রীক গ্রুপগুলোতেও চলছে নানা হাস্যরসের কথাবার্তা। শাইফুল ইসলাম সাইফ লিখেছেন, ‘দেখে যেন মনে হচ্ছে ইউরোপের পুকুর।’ আজাদ ইসলাম লিখেছেন, ‘সিঙ্গাপুরের (চট্টগ্রাম) রাস্তায় বর্ষার পানিতে পেয়েছে।’

মিনহাজুল আবেদিন হাসিব লিখেছেন, ‘আকিবের চার, টোপের কৌশলী বিজ্ঞাপন।’ রিয়াজের বিশাল আকৃতির কাতল মাছ শিকার করা নিয়ে তৈরি হয়েছে ভিডিও। তাতে আছে হাস্যকর নানা কথাবার্তা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2